Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে, অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
অনেক জল্পনার পরে অবশেষে ভারতে এসেছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। এই দুটি ফোনের অবিশ্বাস্য দামে শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। 6 মার্চ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Flipkart আর mi.com থেকে এই দুটি ফোন কেনা যাবে। বৃহস্পতিবার লঞ্চ ইভেন্টে এই দুটি ফোন হাতে অনেকটা সময় ব্যায় করেছি আমরা। কেমন হল নতুন Redmi Note 7 আর Redmi Note 7 Pro? দেখে নিন।
Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ
দুটি ফোনেই থাকছে হাইব্রিড সিম স্লট। এছাড়াও USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনেও থাকছে আইআর ব্লাস্টার।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
দুটি ফোনেই থাকছে full-HD+ ডিসপ্লে
অন্যদিকে Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.