Samsung Galaxy A07 4G কালো, সবুজ এবং হালকা বেগুনি রঙে পাওয়া যাচ্ছে
Photo Credit: Samsung
Samsung Galaxy A07 4G একদম সস্তায় লঞ্চ হল। 5G স্মার্টফোনের যুগে কম দামে 4G মডেল এনে ক্রেতাদের অবাক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। নতুন ফোনটি MediaTek Helio G99 চিপসেটের সঙ্গে এসেছে। এতে IP54 রেটিং থাকার কারণে যেমন হালকা বৃষ্টি বা জলের ছিটে সহ্য করতে সক্ষম, তেমনই ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে। ফোনটি 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অপশনে কেনা যাবে। Samsung Galaxy A07 4G এর অন্যতম আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। হ্যান্ডসেটটি 6 বছর Android OS আপগ্রেড ও 6 বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এমন সফটওয়্যার সাপোর্ট বাজেট ফোনে খুব বিরল বলা চলে।
Samsung Galaxy A07 4G এর সামনে 6.7 ইঞ্চি ইনফিনিটি-ইউ এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল) সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট ব্যবহার হয়েছে। এটি 6 ন্যানোমিটার পদ্ধতিতে তৈরি হওয়ার ফলে পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে সাহায্য করবে। চিপটি সর্বোচ্চ 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A07 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে, যা 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ডিভাইসটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম স্কিন সহ এসেছে। স্যামসাং ফোনটিতে 6 বছর সফটওয়্যার আপডেট দেওয়ার ঘোষণা করেছে।
Samsung Galaxy A07 4G-তে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে IP54 রেটিং পেয়েছে। এছাড়া, এতে 4G, ব্লুটুথ 5.3, GPS, 3.5 মিমি অডিও জ্যাক এবং একটি USB টাইপ-সি পোর্ট আছে। ফোনটির পরিমাপ 164.4×77.4×7.6 মিমি এবং ওজন 184 গ্রাম।
Samsung Galaxy A07 4G ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। সেখানে দাম 13,99,000 IDR (4 জিবি + 64 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 টাকার সমান। এটি 4 জিবি + 128 জিবি, 6 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও এসেছে। ভারতীয় মুদ্রায় এদের দাম যথাক্রমে 8,900 টাকা, 10,500 টাকা, এবং 12,400 টাকা। ফোনটি কালো, সবুজ এবং হালকা বেগুনি রঙে পাওয়া যাচ্ছে। এটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.