Samsung Galaxy A35 5G launched in India in March, 2024
Photo Credit: Samsung
মিড-রেঞ্জে একটু কম দামে ভাল স্মার্টফোন খুঁজছেন? তাহলে Samsung Galaxy A35 5G ভাল চয়েস হতে পারে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির গত বছরের এই হ্যান্ডসেট এখন অনলাইনে 12,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফোনটি চারটি জেনারেশনের Android আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। এর ফলে দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য উপযুক্ত। এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, IP67 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং কাঁচের তৈরি ব্যাক প্যানেল রয়েছে। চলুন ফোনের বর্তমান দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A35 5G গত বছর মার্চে ভারতে 30,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটিি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ছিল। মডেলটি এখন ফ্লিপকার্টে 18,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 12,000 টাকা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফ্লিপকার্ট অ্যাক্সিস বা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে 948 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ প্রায় 12,950 টাকা সাশ্রয় করার সুযোগ মিলবে।
এছাড়াও, ICICI, Axis, HDFC, SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া), ও Kotak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও Bajaj Finserv কার্ড ব্যবহারকারীরা নো কস্ট ইএমআই অপশনে স্মার্টফোনটি কিনতে পারবেন। 6 মাসের স্কিমে প্রতি মাসে 3,159 টাকা কিস্তি দিতে হবে। Samsung Galaxy A35 5G অওসম আইস ব্লু, অওসম লিলাক, এবং অওসম নেভি কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy A35 5G-এর সামনে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 1,080 x 2,340 পিক্সেল রেজোলিউশন, HDR 10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও সর্বাধিক 1,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। হ্যান্ডসেটে 5 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Exynos 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ক্ষমতার ব্যাটারি, যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি (ওয়াইড) ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে। স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ডিসপ্লের উপর Corning Gorilla Glass Victus+ কভার রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.