Samsung-এর নতুন চমক Galaxy F36 লঞ্চ হচ্ছে 19 জুলাই, থাকবে অসাধারণ AI ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 জুলাই 2025 16:20 IST
হাইলাইট
  • Samsung Galaxy F36 ভারতে জুলাই 19 লঞ্চ হচ্ছে
  • এই স্মার্টফোনে একঝাঁক AI ফিচার্স থাকবে
  • Samsung Galaxy F36 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে

Samsung Galaxy F36-এর মাইক্রোসাইট লাইভ হয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy F36 5G এই সপ্তাহের শেষে ভারতে আসছে। স্মার্টফোনটি জুলাই 16 লঞ্চ হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। ইতিমধ্যেই হ্যান্ডসেটটির একটি মাইক্রোসাইট অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে যে, Samsung Galaxy F36 5G অবজেক্ট ইরেজার, এডিট সাজেশন এবং ইমেজ ক্লিপার সহ বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-পরিচালিত ক্রিয়েটিভ ও প্রোডাক্টিভ ফিচার্সের সাথে বাজারে আসবে। উল্লেখ্য, স্মার্টফোনটির ডিজাইন Galaxy M36 5G-এর মতো, যা সম্প্রতি Exynos 1380 প্রসেসর ও 5,000mAh ব্যাটারির সাথে দেশে লঞ্চ হয়েছে।

Samsung Galaxy F36 5G এই সপ্তাহে ভারতে আসছে

Samsung Galaxy F36 5G ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে নিশ্চিত করা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে প্রকাশ হওয়া ছবি অনুযায়ী, Galaxy F সিরিজের এই লেটেস্ট মডেলটির পিছনের অংশে উল্লম্বভাবে সাজানো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটি দুটি রঙের বিকল্পে দেখানো হয়েছে - লাল এবং গাঢ় বেগুনি। উভয় কালার অপশনে ভেগান লেদার প্যানেল রয়েছে। ফিচার্স এবং স্পেসিফিকেশনের দিক থেকে, Galaxy F36 5G প্রায় গত মাসে লঞ্চ হওয়া Galaxy M36 5G এর মতোই হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy F36 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি F36 5G অবজেক্ট ইরেজার, এডিট সাজেশন এবং ইমেজ ক্লিপার সহ বেশ কয়েকটি AI পরিচালিত বৈশিষ্ট্যের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানি স্মার্টফোনটির একটি টিজার তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) প্রোফাইলে আপলোড করেছে, যেখানে "Flex HI-FAI" ট্যাগলাইন রয়েছে। এবং সেখানে AI অক্ষরগুলি ভিন্ন রঙে (নীল) হাইলাইট করা হয়েছে।

সম্প্রতি, Samsung Galaxy F36 5G গুগল প্লে কনসোল ডাটাবেসে দেখা গিয়েছে। এটি হ্যান্ডসেটটির বেশ কিছু স্পেসিফিকেশন ও সামনের অংশের ডিজাইন প্রকাশ করেছে। প্লে কনসোল লিস্টিং থেকে জানা গিয়েছে যে, Galaxy F36 5G-এর সামনের দিকে সেলফি ক্যামেরা রাখার জন্য একটি টিয়ার ড্রপ-স্টাইলের নচ থাকতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন 1,080 x 2,340 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 450 পিপিআই।

স্যামসাং-এর নতুন ফোনটি Exynos 1380 প্রসেসর দ্বারা পরিচালিত হবে এবং কমপক্ষে 6 জিবি RAM থাকতে পারে। আর সফটওয়্যারের দিক থেকে, Android 15 অপারেটিং সিস্টেমে চলতে পারে। উল্লেখ্য, Samsung Galaxy M36 5G ভারতে জুনের শেষে লঞ্চ হয়েছে। এতে Exynos 1380 প্রসেসর, 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।

এছাড়া, হ্যান্ডসেটটি 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন অফার করে। ফটোগ্রাফির জন্য, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 2340x1080 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর
  2. Samsung-এর নতুন চমক Galaxy F36 লঞ্চ হচ্ছে 19 জুলাই, থাকবে অসাধারণ AI ফিচার্স
  3. কম্পিউটারের দুনিয়ায় বিপ্লব ঘটালেন আম্বানি, মাত্র 5,499 টাকায় হাজির AI প্রযুক্তির JioPC
  4. ফোল্ডেবল ফোনের সংজ্ঞা বদলে দিতে হাজির Vivo X Fold 5, দুর্ধর্ষ ক্যামেরায় বাজারে ঝড়!
  5. Amazon Prime Day Sale-এ শেষ সুযোগ, Windows ল্যাপটপের দামে বিক্রি হচ্ছে Apple Macbook
  6. আজ Amazon Prime Day Sale 2025-এর শেষ দিন, দুর্দান্ত ছাড়ে কিনুন iPhone 16e
  7. 4K Vlog বানানোর ফোন iQOO Z10R শীঘ্রই দেশে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  8. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  9. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  10. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.