Photo Credit: Twitter/ Ishan Agarwal
বুধবার নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy Note 10+ আর Galaxy Note 10। 20 অগাস্ট ভারতে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। ভারতে Samsung Galaxy Note 10 সিরিজের দুই ফোনে থাকবে Samsung Exynos 9825 চিপসেট। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশে এই ফোনে থাকতে পারে Snapdragon 855 অথবা Sanpdragon 855 Plus চিপসেট। 22 অথবা 23 অগাস্ট বিশ্বব্যাপী এই ফোন বিক্রি শুরু হবে।
Samsung Galaxy Note 10+ ফোনে থাকছে একটি 6.8 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে Samsung Galaxy Note 10 ফোনে থাকবে 6.3 ইঞ্চি ডিসপ্লে। 8GB RAM আর 256GB স্টোরেজে Galaxy Note 10 পাওয়া যাবে। Galaxy Note 10+ ফোনে থাকতে পারে 12GB RAM আর 512GB স্টোরেজ।
Samsung Galaxy Note 10+ ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনের ভিতরে থাকবে একটি 4,300 mAh ব্যাটারি। অন্যদিকে Galaxy Note 10 ফোনে থাকতে পারে 3,500 mAh ব্যাটারি।
Samsung Galaxy Note 10 সিরিজের দুটি ফোনেই থাকবে এজ টু এজ ইনফিনিটি ডিসপ্লে। এই দুই ফোনের ডিসপ্লের পাশে থাকবে পাতলা বেজেল। Galaxy Note সিরিজের অন্যান্য ফোনের মতোই এই ফোনেও থাকবে S-Pen সাপোর্ট।
গেমারদের জন্য এই দুই ফোনেই থাকবে লেটেস্ট স্পেসিফিকেশন। Microsoft এর সাথে হাত মিলিয়ে Galaxy Note 10 আর GalaXy Note 10+ সহজেই PC -র সাথে কানেক্ট করার ব্যবস্থা নিয়ে আসছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন