গত মাসে সামান্য আপডেট সহ বাজারে এসেছিল Samsung Galaxy Note 9। এই ফোনের ভিতরে রয়েছে একটি 4000 mAh ব্যাটারি। ফোন লঞ্চের সময় কোম্পানির সিইও জানিয়েছিলেন সম্পূর্ণ সুরক্ষিত Samsung Galaxy Note 9 ফোনে ব্যাটারি। তিনি জানিয়েছিলেন এই ব্যাটারি সম্পর্কে কোম্পানির ইঞ্জিনিয়াররা আত্মবিশ্বাসী। এই ব্যাটারি নিয়ে গ্রাহকের চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি নতুন Samsung Galaxy Note 9 ফোনের ব্যাটারিতে আগুন লেগেছে। ডিয়ানে চুং নামে নিউ ইয়র্কের এক বাসিন্দার Galaxy Note 9 ফোনে আগুন লেগেছে। এই ঘটনায় তা যে ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে ঐ মহিলা ইতিমধ্যেই আইনি পথে Samsung এর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। নিউ ইয়র্ক পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে।
ডিয়ানে লিফটে থাকার সময় ডিয়ানে হঠাৎ লক্ষ্য করেন ব্যাগে তার ফোন অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। এর পরেই ব্যাগের ভিতরে অদ্ভুত আওয়াজ শুরু হয়। তারপরে ব্যাগের ভিতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে।
এর পরেই তিনি মাটিতে ব্যাগ রেখে ব্যাগ খালি করা শুরু করেন। এই সময় তার আঙুল পুড়ে যায়। এই সময় লিফটে তিনি একা ছিলেন। এর পরে লিফট ধোঁয়ায় ভরে যায়। ভয়ে শিউড়ে ওঠেন ডিয়ানে। এই ঘটনে প্রসঙ্গে Samsung কে প্রশ্ন করা হলে কোম্পানির প্রতিনিধি জানিয়েছেন এই বিষয়ে তাদের কোন তথ্য জানা নেই।
Samsung এর দুঃস্বপ্নের দিন শুরু হয়েছিল 2016 সালে। এই বছর লঞ্চ হওয়া Galaxy Note 7 ফোনে একের পর এক ব্যাটারিতে বিস্ফোরণ শুরু হয়েছিল। এরপরে একাধিক জায়গায় সুরক্ষার কারণে Galaxy Note 7 ফোন নিষিদ্ধ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন