27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 নভেম্বর 2025 20:08 IST
হাইলাইট
  • Samsung Galaxy S24 FE স্মার্টফোনে 27,000 টাকার বেশি সাশ্রয় করা যাচ্ছে
  • ফোনটি Galaxy S24 সিরিজের মতো গ্যালাক্সি AI ফিচার্সে সজ্জিত
  • ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে

Samsung Galaxy S24 FE Price Drops on Amazon

Photo Credit: Samsung

35,000 বাজেটের মধ্যে ভাল ফোন খুঁজছেন? কিন্তু চাইনিজ ব্র্যান্ডে অনীহা? তাহলে আজ আপনাকে এমন একটা ডিলের সন্ধান দেবো, যা আপনাকে আরও কম খরচে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রদান করবে। 59,999 টাকা দামের এই ফোন এখন বিক্রি হচ্ছে 33, 849 টাকায়। অর্থাৎ, 26,150 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। ফোনের নাম Samsung Galaxy S24 FE। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে দাম 33,000 টাকার নিচে নেমে আসবে। এটি প্রিমিয়াম Galaxy S24 সিরিজের ফোনগুলোর মতো গ্যালাক্সি AI ফিচার্সে সজ্জিত। হ্যান্ডসেটটি শক্তিশালী পারফরম্যান্স, চমৎকার ডিসপ্লে, অসাধারণ ক্যামেরা, ও মসৃণ সফটওয়্যারের জন্য পরিচিত।

Samsung Galaxy S24 FE অফার ও ডিসকাউন্ট

Samsung Galaxy S24 FE গত বছর সেপ্টেম্বর মাসে 59,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 12 জিবি স্টোরেজ অপশন ছিল। ফোনটি এখন অ্যামাজনে 33,849 টাকায় বিক্রি হচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,014 টাকা ক্যাশব্যাক অতিরিক্ত পাওয়া যাবে। অর্থাৎ, মোট 27,120 টাকা সাশ্রয়ের সুযোগ মিলবে।

Galaxy S24 FE যদি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন, তাহলে 32,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের ব্র্যান্ড, মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। আপনি ডিভাইসটি গ্রাফাইট, ব্লু, ও মিন্ট কালার অপশনে কিনতে পারবেন।

স্পেসিফিকেশনের কথা বললে, Galaxy S24 FE এর সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1900 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ কভার আছে। ফোনটিতে Exynos 2400e প্রসেসর ও Xclipse 940 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটে সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট, ও কম্পোজারের মতো AI ফিচার্স উপলব্ধ। 

পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 4,700mAh ব্যাটারি বর্তমান। এটি 25W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। স্যামসাং সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে f/2.4 অ্যাপারচার ও 26 মিমি লেন্স সহ 10 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই-এর পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটি IP68-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতাসম্পন্ন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  3. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
  4. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
  5. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
  6. Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
  7. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  8. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  9. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  10. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.