Samsung Galaxy Z TriFold comes with a 10-inch foldable screen
Photo Credit: Samsung
Samsung Galaxy Z TriFold মঙ্গলবার অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির সর্বপ্রথম ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন। ফোনের স্ক্রিন পুরোটা খুললে ট্যাবলেটের মতো দেখতে লাগে। এটি দু'টি হিঞ্জ ব্যবহার করে ভাঁজ হয়। প্রথমথম ভাঁজ খুললে একটি ফোল্ডেবল ডিভাইসের মতো হয় এবং দ্বিতীয় ভাঁজ খুললে ট্যাবের আকারে বদলে যায়। ফোনের ভিতরে 10 ইঞ্চি ডিসপ্লে এবং বাইরে 6.5 ইঞ্চি স্ক্রিন রয়েছে। সমস্ত ভাঁজ খুললে অর্থাৎ ট্যাবলেট মোডে ফোনের থিকনেস বা পুরুত্ব মাত্র 3.99 মিলিমিটার। Samsung Galaxy Z TriFold একটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে এসেছে। এই ট্রিপল ফোল্ডিং ফোনে শীর্ষমানের হার্ডওয়্যার এবং ফ্ল্যাগশিপ ফিচার্স আছে। এটি সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। চলুন ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড মডেলের কভার স্ক্রিন ফোনের পিছনে থাকে এবং মূল ফোল্ডেবল ডিসপ্লের দুই অংশ ভিতরের দিকে ভাঁজ হয়ে একসঙ্গে মিলিত হয়। ফোন বন্ধ থাকা অবস্থায় ডুয়াল টাইটেনিয়াম হিঞ্জ ভাঁজযোগ্য স্ক্রিনকে সুরক্ষিত রাখে। এটি পুরোটা খুললে কোণাকুণি 10 ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেটে রূপান্তরিত হয়। এতে ডায়নামিক অ্যামোলেড 2x প্যানেল দেওয়া হয়েছে যা 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, QXGA+ রেজোলিউশন (2,160 x 1,584 পিক্সেল), ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রাইমারি স্ক্রিনের ডান পাশে একটি ছোট পাঞ্চ-হোল কাটআউটে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। কভার ডিসপ্লে 6.5 ইঞ্চির এবং এতে 2,520 x 1,080 পিক্সেল রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। কভার স্ক্রিনেও একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Samsung Galaxy Z TriFold মডেলটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। ফোনটিতে 5,600mAh ব্যাটারি আছে যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ব্যাটারিটি তিনটি সেল নিয়ে গঠিত ও এগুলি তিনটি প্যানেলের পিছনে ভাগ করে বসিয়েছে স্যামসাং।
ট্রিপল ফোল্ডিং ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 30x ডিজিটাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। Samsung Galaxy Z TriFold রান করে Anroid 16 নির্ভর OneUI 8 কাস্টম স্কিনে। পোট্রেট মোডে পাশাপাশি তিনটি ফুল সাইজ অ্যাপ একসঙ্গে চালানো যাবে। এর ফলে মাল্টিটাস্কিং হবে মজাদার ও সহজ।
Samsung Galaxy Z TriFold এর দাম 35,94,000 দক্ষিণ কোরিয়ান ওন রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.20 লক্ষ টাকার সমান। ফোনটি ডিসেম্বর 12 থেকে দক্ষিণ কোরিয়াতে বিক্রি শুরু হবে। এটি ভারতে আসবে কিনা, তা এখনও জানায়নি সংস্থা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.