স্বাধীনতা দিবসের আগে আজ থেকে শুরু হয় তিন দিন চলবে এই কার্নিভ্যাল।
হবে স্পিন করুন এবং জিতুন নামে একটি প্রতিযোগিতা।
শুরু হয়ে গেল ভিভো ফ্রিডাম কার্নিভ্যাল। স্বাধীনতা দিবসের আগে আজ থেকে শুরু হয় তিন দিন চলবে এই কার্নিভ্যাল। এই সময়ের মধ্যে সংস্থার ওয়েবসাইট থেকে মোবাইল কিনলে বিরাট পরিমাণ ছাড় পাবেন গ্রাহকরা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইল কিনলে ইএমআইয়ের ওপর 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। কয়েকটি মোবাইলের সঙ্গে বিনা পয়সায় ব্লু টুথ ইয়ারফোনও পাবেন গ্রাহকরা। এর বাইরেও 12 হাজার টাকা পর্যন্ত দামের মোবাইল কিনলে নো কস্ট ইএমআইইয়ের সুবিধাও পাওয়া যাবে।
ভিভো ভি9, ভিভো নেক্স ফ্ল্যাশের অফারগুলি হল-
ভিভো নেক্স এবং ভিভো ভি9-এর মতো স্মার্টফোন পাওয়া যাবে 1,947 টাকা থেকে। প্রতিদিন দুপুর 12 টা থেকে স্টক শেষ না হওয়া পর্যন্ত কেনা যাবে মোবাইল। ভিভো নেক্স-এর দাম 44,990 টাকা ভিভো ভি9-এর দাম 20,990 টাকা।
এই সেলের অঙ্গ হিসেবে ভিভোর XE100 ইয়ারফোন, ভিভো ইউএসবি কেবল , এবং ভিভোর XE680 ইয়ারফোন মিলবে 72 টাকায়। এগুলিও মিলবে দুপুর 12টা থেকে।
এছাড়া Vivo Y66 –এর দাম 8,990। Vivo Y55s বিক্রি হচ্ছে 8,490 টাকায়। আর Vivo Y69 কিনতে গেলে লাগবে 9,990 টাকা।
আগে থেকে সংস্থার ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে রাখা গ্রাহকরা আলাদা করে 3 হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ।
এসবের বাইরে হবে স্পিন করুন এবং জিতুন নামে একটি প্রতিযোগিতা। তাতে অংশ নিলে 500 থেকে 1 হাজার টাকার কুপন মিলবে। তাছাড়া মিলবে বুক মাই শোয়ের কুপনও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Power 2 Launch Date Announced; Company Confirms Massive Battery Upgrade
Samsung Galaxy S26 Series Could Launch at a Higher Price Due to Rising Component Costs: Report