ভারতে সস্তা হল Vivo V15 Pro আর Vivo S1। Vivo S1 ফোনের দাম 2,000 টাকা আর Vivo V15 Pro ফোনের দাম 4,000 টাকা কমিয়েছে Vivo।
 
                Vivo V15 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে
ভারতে সস্তা হল Vivo V15 Pro আর Vivo S1। Vivo S1 ফোনের দাম 2,000 টাকা আর Vivo V15 Pro ফোনের দাম 4,000 টাকা কমিয়েছে চিনের কোম্পানিটি। মঙ্গলবার Gadgets 360 কে এই দুই ফোন সস্তা হওয়ার খবর জানিয়েছে Vivo। ইতিমধ্যেই নতুন দামে Amazon ও Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অফলাইন স্টোরেও সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন।
Vivo V15 Pro বেস ভেরিয়েন্টের দাম 23,990 টাকা থেকে কমে 19,990 টাকা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Vivo V15 Pro কিনতে 26,990 টাকা খরচ হবে।
17,990 টাকা থেকে কমে Vivo S1 বেস ভেরিয়েন্ট কিনতে 15,990 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM + 128GB স্টোরেজ থাকছে। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 কিনতে 19,990 টাকার পরিবর্তে 17,990 টাকা খরচ হবে।
| স্মার্টফোন | পুরনো দাম (টাকা) | নতুন দাম (টাকা) | ছাড় (টাকা) | 
|---|---|---|---|
| Vivo V15 Pro 6GB+128GB | 23,990 | 19,990 | 4,000 | 
| Vivo S1 4GB+128GB | 17,990 | 15,990 | 2,000 | 
| Vivo S1 6GB+128GB | 19,990 | 17,990 | 2,000 | 
Vivo V15 Pro ফোনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। মনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo V15 Pro ফোনের ক্যামেরায় দারুণ ছবি তোলা যাবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন:
দাম বাড়ার আগে রিচার্জ করুন Jio, বৈধতা লাগু হবে আগের রিচার্জ শেষ হলেই
Samsung Galaxy M10s রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Grammarly Rebrands to Superhuman, Introduces New Agentic AI Assistant
                            
                            
                                Grammarly Rebrands to Superhuman, Introduces New Agentic AI Assistant
                            
                        
                     Microsoft Azure Services Restored After Global Outage: What Caused the Issue, How It Was Resolved
                            
                            
                                Microsoft Azure Services Restored After Global Outage: What Caused the Issue, How It Was Resolved
                            
                        
                     Microsoft CEO Satya Nadella Will Reportedly Visit India in December; Could Address Two AI Conferences
                            
                            
                                Microsoft CEO Satya Nadella Will Reportedly Visit India in December; Could Address Two AI Conferences
                            
                        
                     Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays
                            
                            
                                Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays