Vivo V50 5G features a 50-megapixel selfie camera
Photo Credit: Vivo
2025 সালের অন্তিম সময়ে এসে বেশ কিছু স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। আর আপনি যদি দুর্দান্ত ক্যামেরা যুক্ত একটি অলরাউন্ডার মিড-রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, তাহলে 6,000 টাকা ডিসকাউন্ট অপেক্ষা করছে। Vivo V50 5G তার লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তায় বিক্রি হচ্ছে। এই ফোনে পাবেন IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, Zeiss-টিউনড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও 120 হার্টজ AMOLED ডিসপ্লের মতো ফিচার্স। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
Vivo V50 5G চলতি বছর ফেব্রুয়ারি মাসে 34,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। স্মার্টফোনটি এখন অ্যামাজনে 28,900 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ 6,000 টাকার বেশি সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 867 টাকা ক্যাশব্যাক মিলবে।
অফারটি এই ফোনের রোজ রেড কালার অপশনে উপলব্ধ। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশনও পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে 3 মাসের জন্য প্রায় 9,633 টাকা মাসিক কিস্তি দিতে হবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 27,200 টাকা পর্যন্ত সাশ্রয় করা যেতে পারে। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
ভিভোর এই মিড-রেঞ্জ ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার, HDR10+, এবং 388 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্র্যাচ আটকাতে স্ক্রিনের উপর ডায়মন্ড শিল্ড গ্লাস কভার রয়েছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে Zeiss-টিউনড ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, f/1.9 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও f/2.0 অ্যাপারচার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ডিভাইসটির সামনের দিকে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এছাড়া, এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.