Vivo Y28s এবং Vivo Y28e: 5G ফোন এখন ভারতে উপলব্ধ

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 6 অগাস্ট 2024 16:57 IST
হাইলাইট
  • Dimensity 6100+ 5G SoC
  • 5,000mAh ব্যাটারি
  • 50MP Sony IMX852 ক্যামেরা

নতুন Vivo Y28 সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 6100+ 5G প্রসেসর দ্বারা চালিত এবং 8GB RAM পর্যন্ত মেমোরি সহ পাওয়া যাবে। Vivo Y28s এবং Y28e তে 90Hz রিফ্রেশ রেট সহ 6.56  ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। আর আছে  IP64 রেটিং রয়েছে যা ধুলো এবং জল প্রতিরোধ করবে। Vivo Y28s  এর প্রধান ক্যামেরা 50  মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর, এবং Vivo Y28e  এর প্রধান ক্যামেরা 13  মেগাপিক্সেল। 

Vivo Y28s এবং Vivo Y28e  এর দাম


Vivo Y28s  এর 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা। 8GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এটি Vintage Red এবং Twinkling Purple রঙে পাওয়া যাবে।

অন্যদিকে, Vivo Y28e  এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। এটি Breeze Green এবং Vintage Red রঙে লঞ্চ হয়েছে। Flipkart, Vivo India e  Store এবং প্রধান খুচরা দোকানগুলি থেকে এই ফোনগুলি আজ থেকে পাওয়া যাবে।

Vivo Y28s এবং Vivo Y28e  এর স্পেসিফিকেশন


Vivo Y28s এবং Vivo Y28e তে আছে ডুয়াল  সিম (Nano) এবং ফোনগুলো  Funtouch OS 14 ভিত্তিক Android 14 পরিচালিত। ফোনগুলিতে 90Hz রিফ্রেশ রেট, 840nits পিক ব্রাইটনেস এবং TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন সহ 6.56  ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। আর আছে 6nm অক্টা  কোর MediaTek Dimensity 6100 5G প্রসেসর । Vivo Y28s  এ 8GB পর্যন্ত LPDDR4X RAM রয়েছে যা 16GB পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo Y28s এ আছে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রধান সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। সামনে থাকছে 5 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং পিছনে 13 মেগাপিক্সেল । দুটি ফোনেই সুপার নাইট ক্যামেরা মোড এবং মাল্টি  স্টাইল পোর্ট্রেট মোড রয়েছে।

Vivo Y28s এবং Vivo Y28e  এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, Bluetooth 5.4, GPS, Wi  Fi এবং USB Type  C পোর্ট। ফোনগুলিতে রয়েছে অ্যাক্সিলরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই  কোম্পাস, মোটর এবং প্রক্সিমিটি সেন্সর। Vivo Y28s  এ একটি সাইড  মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। ফোনগুলিতে আছে IP64 রেটিং যা ধুলো এবং জল প্রতিরোধ করবে।

Vivo Y28s এবং Vivo Y28e তে রয়েছে 5,000mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সহ। Vivo চার বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি দিয়েছে। ফোনগুলির পুরুত্ব 8.38mm।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Y28s, Vivo Y28e, Vivo
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Oppo K13 Turbo Pro 5G, হোম ডেলিভারি 10 মিনিটে
  2. 32 থেকে একলাফে 50 মেগাপিক্সেল, দুর্ধর্ষ সেলফি ক্যামেরা থাকবে Xiaomi 16 সিরিজে
  3. 50MP AI ক্যামেরা ও 256GB স্টোরেজের সঙ্গে 18 আগস্ট লঞ্চ হচ্ছে Honor X7c 5G
  4. বাজে সেলফির দিন শেষ, Realme P4 5G সিরিজ দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসছে
  5. iPhone 17-কে টেক্কা দেবে Google Pixel 10 সিরিজ, লঞ্চের 1 সপ্তাহ আগেই দাম ফাঁস
  6. 9,999 টাকায় হাজির 6,000mAh ব্যাটারির সবচেয়ে স্লিম ফোন Tecno Spark Go 5G
  7. বাজেটে কিলার ফোন আনছে Infinix, লঞ্চ 16 আগস্ট, প্রিমিয়াম লুকস ও ফিচার্সে মন জিতবে
  8. 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম, কী নেই! ঝড় তুলবে Realme P4 সিরিজ
  9. iQOO দুর্দান্ত 4G স্মার্টফোন এনে চমকে দিল, ফিচার্সে 5G-কেও টক্কর, দাম জেনে নিন
  10. বিপুল ছাড়, সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জের সুবিধা, কম দামে iPhone 14 কেনার সুবর্ণ সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.