Vivo Y28s এবং Vivo Y28e: 5G ফোন এখন ভারতে উপলব্ধ

Vivo Y28s এবং Vivo Y28e, নতুন বাজেট 5G স্মার্টফোন, MediaTek Dimensity 6100+ 5G SoC, 5,000mAh ব্যাটারি এবং IP64 রেটেড বিল্ড সহ ভারতে লঞ্চ করা হয়েছে।

Vivo Y28s এবং Vivo Y28e: 5G ফোন এখন ভারতে উপলব্ধ
হাইলাইট
  • Dimensity 6100+ 5G SoC
  • 5,000mAh ব্যাটারি
  • 50MP Sony IMX852 ক্যামেরা
বিজ্ঞাপন

নতুন Vivo Y28 সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 6100+ 5G প্রসেসর দ্বারা চালিত এবং 8GB RAM পর্যন্ত মেমোরি সহ পাওয়া যাবে। Vivo Y28s এবং Y28e তে 90Hz রিফ্রেশ রেট সহ 6.56  ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। আর আছে  IP64 রেটিং রয়েছে যা ধুলো এবং জল প্রতিরোধ করবে। Vivo Y28s  এর প্রধান ক্যামেরা 50  মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর, এবং Vivo Y28e  এর প্রধান ক্যামেরা 13  মেগাপিক্সেল। 

Vivo Y28s এবং Vivo Y28e  এর দাম


Vivo Y28s  এর 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা। 8GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এটি Vintage Red এবং Twinkling Purple রঙে পাওয়া যাবে।

অন্যদিকে, Vivo Y28e  এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। এটি Breeze Green এবং Vintage Red রঙে লঞ্চ হয়েছে। Flipkart, Vivo India e  Store এবং প্রধান খুচরা দোকানগুলি থেকে এই ফোনগুলি আজ থেকে পাওয়া যাবে।

Vivo Y28s এবং Vivo Y28e  এর স্পেসিফিকেশন


Vivo Y28s এবং Vivo Y28e তে আছে ডুয়াল  সিম (Nano) এবং ফোনগুলো  Funtouch OS 14 ভিত্তিক Android 14 পরিচালিত। ফোনগুলিতে 90Hz রিফ্রেশ রেট, 840nits পিক ব্রাইটনেস এবং TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন সহ 6.56  ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। আর আছে 6nm অক্টা  কোর MediaTek Dimensity 6100 5G প্রসেসর । Vivo Y28s  এ 8GB পর্যন্ত LPDDR4X RAM রয়েছে যা 16GB পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo Y28s এ আছে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রধান সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। সামনে থাকছে 5 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং পিছনে 13 মেগাপিক্সেল । দুটি ফোনেই সুপার নাইট ক্যামেরা মোড এবং মাল্টি  স্টাইল পোর্ট্রেট মোড রয়েছে।

Vivo Y28s এবং Vivo Y28e  এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, Bluetooth 5.4, GPS, Wi  Fi এবং USB Type  C পোর্ট। ফোনগুলিতে রয়েছে অ্যাক্সিলরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই  কোম্পাস, মোটর এবং প্রক্সিমিটি সেন্সর। Vivo Y28s  এ একটি সাইড  মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। ফোনগুলিতে আছে IP64 রেটিং যা ধুলো এবং জল প্রতিরোধ করবে।

Vivo Y28s এবং Vivo Y28e তে রয়েছে 5,000mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সহ। Vivo চার বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি দিয়েছে। ফোনগুলির পুরুত্ব 8.38mm।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
  2. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  3. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  4. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  5. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
  6. Moto G67 Power 5G সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  8. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
  9. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  10. Vivo Y500 Pro সস্তায় 200MP ফ্ল্যাগশিপ ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে 10 নভেম্বর লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »