Vivo Y500 Pro Features a 200 Megapixel Primary Camera
Photo Credit: Vivo
Vivo Y500 Pro আজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। Vivo Y সিরিজের এই নতুন স্মার্টফোনে চমৎকার 200 মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, সুপারফাস্ট 90W চার্জিং, এবং মিড-রেঞ্জ MediaTek Dimensity 7400 প্রসেসর রয়েছে। ফোনটিতে IP68 + IP69-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতাও রয়েছে। এছাড়াও, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AMOLED ডিসপ্লে, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, স্লিম ডিজাইন, ফটোসেন্সিটিভ সেন্সর, এবং 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাবেন। ফোনটি ক্রেতাদের হাতের নাগালের মধ্যে বেশ কিছু ফ্ল্যাগশিপ-পর্যায়ের ফিচার্স নিয়ে এসেছে। চলুন দাম জানার আগে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ও ফিচার্স দেখে নিই।
ভিভো ওয়াই500 প্রো 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), 460ppi পিক্সেল ডেনসিটি, HDR, ও 1600 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস সমর্থন করে। এছাড়াও, ফোনটির স্ক্রিন AI স্লিপ মোড, 1.07 বিলিয়ন কালার, ও আই প্রোটেকশন অফার করে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo Y500 Pro ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Samsung HP5 মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। ফোনটি 30x ডিজিটাল জুম ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভোর নয়া স্মার্টফোনে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর ও মালি-জি615 জিপিই ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 2.2 ডুয়াল চ্যানেল স্টোরেজের সঙ্গে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি আছে। এটি রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে ফোন থেকে ওয়্যারলেস হেডফোন এবং স্মার্টওয়াচের মতো ছোট ডিভাইস চার্জ করা যাবে। ফোনটি Android 16-নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে।
Vivo Y500 Pro এর দাম চীনে 1,799 ইউয়ান (প্রায় 22,000 টাকা) থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 25,000 টাকা, 2,299 ইউয়ান (প্রায় 28,000 টাকা), এবং 2,599 ইউয়ান (প্রায় 32,000 টাকা)। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.