Vivo Y500 Pro তার দামের রেঞ্জে প্রথম মডেল যা ফ্ল্যাগশিপ-স্তরের 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজারে আসছে।
Photo Credit: Vivo
Vivo Y500 Pro Features a 200 Megapixel Samsung HP5 Sensor
Vivo Y500 Pro আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে৷ সেপ্টেম্বরে Y500 5G লঞ্চের পর এই সিরিজের টপ মডেল আনার প্রস্তুতি শুরু করেছে চাইনিজ ব্র্যান্ডটি৷ এটি চীনে নভেম্বর 10, আগামী সোমবার আত্মপ্রকাশ করবে৷ স্মার্টফোনটির ডিজাইনের পাশাপাশি বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার্সও ঘোষণা করেছে ভিভো৷ সংস্থা দাবি করেছে, আসন্ন হ্যান্ডসেটটি তার দামের রেঞ্জে প্রথম মডেল যা ফ্ল্যাগশিপ-স্তরের 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজারে আসছে৷ Vivo Y500 Pro এর বডি সম্পূর্ণ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স হবে৷ অর্থাৎ, ফোনটির ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে পারবে না৷
ভিভো ওয়াই500 প্রো এর মুখ্য আকর্ষণ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ প্রিমিয়াম-গ্রেড 200 মেগাপিক্সেল স্যামসাং এইচপি5 প্রাইমারি ক্যামেরা৷ এটি তার সেগমেন্টে একমাত্র স্মার্টফোন যা এই ক্যামেরা পাচ্ছে বলে দাবি করছে কোম্পানি৷ সফটওয়্যারের দিক থেকে, হ্যান্ডসেটটি Android 16-নির্ভর Origin OS 6 কাস্টম স্কিনে চলবে৷ ভিভোর আসন্ন ফোন বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে এক মিলিয়ন পয়েন্ট স্কোর করেছে৷ ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তার জায়গা থাকবে না৷
Vivo Y500 Pro এর সামনে ফ্ল্যাগশিপ-গ্রেড স্যাটিন AG গ্লাস কভার সহ 6.67 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং আই-প্রোটেকশন ফিচার অফার করবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি 7,000mAh ক্ষমতার সেমি-সলিড-স্টেট লো-টেম্পারেচার ব্লু ওশান ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে৷ এতে 120 fps-এ গেমও খেলা যাবে৷ এছড়াও, ডিভাইসসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে IP68 + IP69 রেটিং নিশ্চিত করা হয়েছে৷
চীনা টেলিকমের লিস্টিং থেকে জানা গেছে, V2516A মডেল নম্বরের Vivo Y500 Pro দু'টি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে — 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ৷ এটি লাইট গ্রীন, টাইটানিয়াম ব্ল্যাক, সফ্ট পিঙ্ক, এবং অস্পিসিয়াস ক্লাউড গোল্ড কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে৷ এছাড়াও, ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 2 মেগাপিক্সেল অতিরিক্ত ক্যামেরাও উপস্থিত থাকবে।
সেলফি ও ভিডিও কলের জন্য, ডিভাইসটিতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এটি মিডিয়াটেক 'MT6878T' চিপসেট দ্বারা পরিচালিত হবে, যা সম্ভবত Dimensity 7300 Ultra প্রসেসর৷ ফোনটির পিছনের অংশে ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশলাইট ও ক্লাউডের মতো প্যাটার্ন রয়েছে৷ এটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি৷
উল্লেখ্য, Vivo X300 এবং Vivo X300 Pro নভেম্বরে ভারতে আসতে পারে৷ উভয় ফ্ল্যাগশিপ ফোনে Zeiss ইমেজিং সিস্টেম সহ 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, Dimensity 9500 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, V3+ ইমেজ প্রসেসিং চিপ, ও IP68 জল এবং ধুলোরোধী রেটিং বর্তমান৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন