Vivo Y50m 5G ও Y50 5G সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে
Photo Credit: Vivo
Vivo Y50m 5G এবং Vivo Y50 5G চুপিচুপি লঞ্চ হয়ে গেল। Vivo Y50 সিরিজের নতুন স্মার্টফোন দু'টি বাজেট ফ্রেন্ডলি দামে এসেছে। ভিভোর নয়া ফোনগুলির ডিজাইন ও স্পেসিফিকেশন একই রকম। পার্থক্য শুধু মেমোরিতে। Vivo Y50m 5G মডেলটি 6 জিবি র্যামের সাথে এসেছে, যেখানে Vivo Y50 5G এর র্যাম 4 জিবি থেকে শুরু হচ্ছে। উভয় হ্যান্ডসেটেই MediaTek Dimensity 6300 প্রসেসর, 6,000mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, SGS ফাইভ স্টার ড্রপ ও ফল সার্টিফিকেশন, জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP64 রেটিং, ও ফেস আনলকের মতো ফিচার্স রয়েছে।
Vivo Y50m 5G এবং Vivo Y50 5G উভয়ই 6.74 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে যার রেজোলিউশন 720x1,600 পিক্সেল, সর্বোচ্চ উজ্জ্বলতা 1,000 নিট, রিফ্রেশ রেট 90 হার্টজ, ও স্ক্রিন টু বডি রেশিও 90.4 শতাংশ। ফোনগুলি 6 ন্যানোমিটারের অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। চিপটি 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বাধিক 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
Vivo Y50m 5G এবং Vivo Y50 5G উভয়ই Android নির্ভর OriginOS 5 কাস্টম মোবাইল অপারেটিং সিস্টেমে চলে। স্মার্টফোনগুলির মেজর হাইলাইট হল 6,000mAh ক্ষমতার ব্যাটারি, যা 44W চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ হবে। এতে অ্যাক্সিলোমিটার, ই-কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক বৈশিষ্ট্য পেয়েছে।
ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই50এম 5G এবং ভিভো ওয়াই50 5G-তে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা রয়েছে। সামনের দিকে, সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। দু'টি ফোনেই IP64-রেটেড বিল্ড রয়েছে।আর কানেক্টিভিটি অপশনের মধ্যে মিলবে Bluetooth 5.4, GPS, Beidou, GLONASS, Galileo, QZSS, 3.5mm অডিও জ্যাক OTG, Wi-Fi এবং USB Type-C পোর্ট।
Vivo Y50 5G ও Vivo Y50m 5G চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। Y50 5G এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 14,400 টাকা)। এছাড়া, 6 জিবি + 128 জিবি, 8 জিবি + 256 জিবি, এবং 12 জিবি + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,499 ইউয়ান, 1,999 ইউয়ান ও 2,299 ইউয়ান।
অন্যদিকে, Vivo Y50 5Gm মডেলটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। বেস। বেস মডেল 6 জিবি র্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে ও দাম 1,499 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। এছাড়া, 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 24,000 টাকা) এবং 2,299 ইউয়ান (প্রায় 27,600 টাকা)। ফোনগুলি আজুর, ডায়মন্ড ব্ল্যাক এবং প্ল্যাটিনাম রঙে পাওয়া যাচ্ছে। ভারতে লঞ্চ হবে কিনা সেটা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.