Xiaomi 15 Ultra-ফোনটিকে কালো,সাদা এবং রূপালী রঙের বিকল্পে প্রকাশিত করা হয়েছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 29 অক্টোবর 2024 11:06 IST
হাইলাইট
  • একটি নতুন ফাঁস হওয়া তথ্যে,Xiaomi 15 Ultra-ফোনটির ডিজাইন এবং ক্যামেরা আ
  • অনুমান করা হচ্ছে,Xiaomi 15 Ultra-ফোনটি আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানি
  • এটিতে একটি 32মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে

Aside from the camera arrangement, Xiaomi 15 Ultra looks similar to the Xiaomi 14 Ultra

Photo Credit: Xiaomi

চলতি মাসের শেষে, Xiaomi 15 এবং 15 Pro নিশ্চিতভাবে আবির্ভূত হতে চলেছে,কিন্তু আলট্রা মডেলটির আগমন সম্পর্কে কোম্পানী কোনো অফিশিয়াল তথ্য প্রকাশ করেনি।Xiaomi 13 Ultra এবং14 Ultra-র মতোই সম্ভবতXiaomi 15 Ultra, Xiaomi 15 এবং 15 Pro-লঞ্চের কিছুমাস পরে, সামনের বছর শুরুর দিকে অফিসিয়াল হবে।যেখানে আমরা এটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করে আছি সেখানে, ফাঁস হওয়া রেণ্ডারগুলি দেখায় যে, ফ্লাগশিপ স্মার্টফোনটি কেমন হবে।এছাড়াও রেন্ডারগুলি একটি পুনরায় ডিজাইন করা ক্যামেরা হাউজিংয়ের পরামর্শ দেয়।

Smartprix-এর সহযোগিতায়,টিপস্টার‘YogeshBrar' প্রথম-Xiaomi 15 Ultra-কে কালো,সাদা এবং রূপালী রংয়ের সংস্করনে সামনে এনেছে।ডিভাইসটি পূর্বসূরি মডেলের মতোই চারটি লেন্স-সহ একটি গোলাকার ক্যামেরা মডিউলের সাথে দেখতে পাওয়া যাচ্ছে।কিন্তু লেন্সগুলির বিন্যাস পূর্ববর্তী মডেলগুলির তুলনায় আলাদা।

লাইকা-ব্র্যান্ডিংয়ের পাশেই একটি ক্যামেরা সেন্সর রাখা হয়েছে,যেটি মডিউলটি উপরের বামদিকে দেখা যায়। অন্যান্য তিনটি সেন্সর অনুভূমিকভাবে নীচে সাজানো হয়েছে,দুটিফ্ল্যাশ LED-উপরে অনুভুমিকভাবে আছে।
অন্যদিকে ফোনটির নীচের বামদিকের কোণে“Xiaomi” লোগোটি উলম্বভাবে রাখা আছে।

রিপোর্টে দাবি করে যে,উপরের ডানদিকের কোনের ক্যামেরাটিতে 4.3X-অপটিক্যাল জুম সহ একটি 200মেগাপিক্সেল Samsung ISOCELL HP9 1/1.4 পেরিস্কোপ জুম লেন্স এবং একটি f/2.6অ্যাপারচার রয়েছে।এটি Xiaomi 14 ultra-র 50মেগাপিক্সেল ক্যামেরার থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড।

হ্যান্ডসেটটি একটি 50মেগাপিক্সেলের Sony ক্যামেরা প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করবে বলে জানা গিয়েছে।রিপোর্ট অনুযায়ী,এই প্রধান ক্যামেরাটি
একটি 50মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 50মেগাপিক্সেলের 2x-টেলিফোটো লেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকবে।অনুমান করা হচ্ছে, এটির সামনের অংশে সেলফি ক্যামেরা হিসাবে একটি 32মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত থাকতে পারে।

Xiaomi 15 Ultra-এর আনুমানিক স্পেসিফিকেশন:

পূর্বের গুজবিত তথ্য অনুযায়ী, ফোনটিতে 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.7 ইঞ্চির 2K LTPO মাইক্রো কোয়াড-বক্র ডিসপ্লের সাথে আসতে পারে।অনুমান করা হচ্ছে,এটি Snapdragon 8 Elite চিপসেট এবং Android,15-ভিত্তিক HyperOS 2.0 দ্বারা চালিত হতে পারে।এটি 90W-এর তারযুক্ত এবং 80W-এর তারবিহীন চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে,একটি 6000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  2. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  3. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  4. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  5. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  6. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  7. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  8. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  9. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
  10. স্মার্টফোনের জগতে নয়া চমক Oppo Find X9s, থাকবে 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.