Xiaomi 16 ও Xiaomi 16 Pro কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন হতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 15 সিরিজ 2024 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল
Xiaomi 16 সিরিজ সেপ্টেম্বর মাসেই আত্মপ্রকাশ করতে পারে। গত বছর অক্টোবরে এসেছিল Xiaomi 16 সিরিজ৷ অর্থাৎ, নির্ধারিত সময়েই আগেই ফ্ল্যাগশিপ ফোনের উপর থেকে পর্দা সরাতে চলেছে শাওমি। চীনা টেক জায়ান্টটি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, একটি সূত্র লঞ্চের তারিখ ফাঁস করেছে। Xiaomi 16 ও Xiaomi 16 Pro কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হবে বলে জল্পনা চলছে, যা Snapdragon 8 Elite Gen 5 হিসাবে আত্মপ্রকাশ করবে বলেও শোনা যাচ্ছে। ফোনগুলি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ উন্নত ফটোগ্রাফি সিস্টেমে সজ্জিত হয়ে আসতে পারে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে দাবি করেছে, Snapdragon 8 Elite 2 (অথবা Snapdragon 8 Elite Gen 5) চিপসেট চালিত প্রথম স্মার্টফোনটি সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 26 তারিখের মধ্যে চীনে লঞ্চ হবে। টিপস্টার সরাসরি Xiaomi 16 সিরিজের কথা উল্লেখ না করলেও, প্রেক্ষাপট ও পরবর্তী মন্তব্যগুলি দৃঢ়ভাবে ইঙ্গিত দেয়, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro ওই ফ্ল্যাগশিপ প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন হতে পারে। কোয়ালকম হাওয়াইতে বার্ষিক স্ন্যাপড্রাগন সামিটে ওই ফ্ল্যাগশিপ প্রসেসর ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে, যা সেপ্টেম্বর 23 থেকে শুরু হবে।
শাওমির নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজে চারটি মডেল আসার সম্ভাবনা রয়েছে — Xiaomi 16, Xiaomi 16 Pro mini, Xiaomi 16 Pro, ও Xiaomi 16 Pro Ultra। এর মধ্যে সবথেকে প্রিমিয়াম আলট্রা ভেরিয়েন্ট 2026 সালের প্রথমার্ধে আসবে। প্রতিটি মডেল Android 16 নির্ভর নতুন HyperOS 3 স্কিনে চলবে। এই কাস্টম সফটওয়্যারের একটি নজরকাড়া ফিচার হল সুপার আইল্যান্ড, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে তৈরি নতুন নোটিফিকেশন সিস্টেম। এটি স্ক্রিনের উপরের দিকে অবস্থিত ও নোটিফিকেশন দেখানোর পাশাপাশি লাইভ উইজেটের মতো কাজ করে।
Xiaomi 16 এবং Xiaomi 16 Pro উভয় মডেলে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা অটোফোকাস এবং ওয়াইড ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। ক্যামেরাটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড সমর্থন করতে পারবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনেই সম্ভবত 50 মেগাপিক্সেল 1/1.3-ইঞ্চি প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। তবে শোনা যাচ্ছে, Pro ভেরিয়েন্টে "আল্ট্রা হাই ডাইনামিক রেঞ্জ" ও একটি ToF সেন্সর থাকতে পারে।
দুই ফোনেরই ক্যামেরা সেটআপে Leica এর ক্যামেরা প্রযুক্তি ব্যবহার হবে বলে আশা করা যায়। স্ট্যান্ডার্ড Xiaomi 16 ফোনে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়াও, হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্সের সঙ্গে বাজারে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন