HyperOS 3 আপডেট Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
Photo Credit: Xiaomi
Xiaomi HyperOS 3 আপডেটের মুখ্য আকর্ষণ সুপার আইল্যান্ড
Xiaomi HyperOS 3 গতকাল চীনে একটি অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। এটি লেটেস্ট Android 16 ভার্সনের উপর ভিত্তি করে তৈরি ও শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের তৃতীয় প্রজন্ম। 2023 সালে Xiaomi 14 সিরিজের সঙ্গে HyperOS আত্মপ্রকাশ করেছিল। তার আগে MIUI দীর্ঘ 13 বছর পর ধরে শাওমির কাস্টম সফটওয়্যার ছিল। বিশ্বজুড়ে সংস্থাটির স্মার্টফোন, স্মার্টওয়াচ ও স্মার্ট টিভি সহ বিভিন্ন ডিভাইস নতুন সফটওয়্যার আপডেট পাবে। HyperOS 3 এর অন্যতম নজরকাড়া ফিচার হল সুপার আইল্যান্ড, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে তৈরি একটি নতুন নোটিফিকেশন সিস্টেম। সংস্থাটি তাদের নতুন কাস্টম সফটওয়্যারে মসৃণ অ্যানিমেশন এবং স্মার্ট AI থাকার কথা জানিয়েছে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে Xiaomi HyperOS 3 আপডেট রোলআউট এবং ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য রইল।
শাওমি জানিয়েছে, আজ থেকেই হাইপারওএস 3 বিটা পরীক্ষকদের কাছে উপলব্ধ হবে। প্রাথমিকভাবে চীনে Xiaomi 15 সিরিজ, Redmi K80 লাইনআপ সহ কোম্পানির কয়েকটি নির্বাচিত ট্যাবলেট ও টিভির জন্য রোলআউট করা হবে। আগস্ট 29 থেকে Xiaomi 15 Ultra, Xiaomi 15S Pro, Xiaomi 15 Pro, Xiaomi 15, Redmi K80 Pro, Redmi K80 Ultimate এডিশন, Xiaomi Pad 7S Pro 12.5, এবং Xiaomi Pad 7 Pro নতুন আপডেট পাবে।
সেপ্টেম্বর 17 এর আগে Xiaomi MIX Flip 2, Redmi K80, Xiaomi Pad 7 Ultra, Xiaomi Pad 7, Redmi K Pad, এবং Xiaomi TV S Pro Mini LED 2025 সিরিজ ও Xiaomi TV S Pro Mini LED লাইনআপের টিভিতে HyperOS 3 রিলিজ হবে। এছাড়াও, সেপ্টেম্বর 30 এর মধ্যে Xiaomi MIX Fold 4, Xiaomi MIX Flip, Xiaomi 14 Ultra, Xiaomi 14 Ultra Titanium স্পেশাল এডিশন, Xiaomi 14 Pro, Xiaomi 14 Pro Titanium এডিশন, Xiaomi 14, Redmi K70 Pro, Redmi K70 Ultimate এডিশন, Redmi K70, Redmi K70E স্মার্টফোন, এবং Xiaomi Pad 6S Pro 12.4 ট্যাবলেটে HyperOS 3 আপডেট ঢুকবে।
শাওমির নতুন সফটওয়্যারের অন্যতম আকর্ষণ সুপার আইল্যান্ড, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে তৈরি একটি নতুন নোটিফিকেশন সিস্টেম। এটি স্ক্রিনের উপরের দিকে থাকে এবং নোটিফিকেশন দেখানোর পাশাপাশি লাইভ উইজেটের মতো কাজ করে। রিয়েল টাইমে ফ্লাইটের আপডেট, মিউজিক কন্ট্রোল, টাইমার, নেভিগেশন, ও মেসেজ নোটিফিকেশন চোখের সামনে তুলে ধরে। আইল্যান্ডটি প্রয়োজন অনুসারে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়ো হতে সক্ষম। ফিচারটির বড় সুবিধা হল, আপনি অ্যাপ না খুলেই সমস্ত জরুরী আপডেট দেখে নিতে পারবেন।
Photo Credit: Xiaomi
HyperOS 3 এর আইকনগুলি আগের ভার্সনের তুলনায় আরও আধুনিক ও সুন্দর। তবে এগুলি দেখতে অনেকটা iOS 18-এর আইকনের মতো। এই সফটওয়্যারে স্ট্যাটাস বার নতুনভাবে ডিজাইন করা হয়েছে। নয়া আপডেট লক স্ক্রিন কাস্টমাইজেশনে প্রচুর নতুনত্ব নিয়ে এসেছে। ডায়নামিক AI ওয়ালপেপার, সিনেমাটিক ইফেক্টস, ও নতুন এডিটিং টুল ব্যবহার করে লক স্ক্রিন ইচ্ছামতো সাজানো যাবে। কন্ট্রোল সেন্টারের ডিজাইন বলতে গেলে iOS 18 এর মতো হয়ে গিয়েছে।
শাওমির নতুন সফটওয়্যার গুগলের ডায়ালার অ্যাপকে বিদায় জানিয়ে নিজস্ব ডায়ালার চালু করেছে। এটি নতুন ফটোস অ্যাপও এনেছে। অ্যালবাম থেকে সরাসরি ছবি বা ভিডিও কপি করে অন্যের অ্যালবামে পেস্ট করার সুবিধা দিচ্ছে সংস্থা। আইফোন, আইপ্যাড, এবং ম্যাকের সঙ্গে কানেক্ট করে ডেটা শেয়ার করা যাবে। এমনকি, শাওমির ডিভাইসের মাধ্যমে ম্যাক বা আইপ্যাড আনলক করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন