Xiaomi HyperOS 3 প্রাথমিকভাবে ছ'টি স্মার্টফোন ও দু'টি ট্যাবলেটে রোলআউট হবে।
Photo Credit: Xiaomi
Xiaomi নতুন HyperOS 3 এর জন্য বিটা টেস্টারদের এনরোল করছে
Xiaomi HyperOS 3 এর অভিজ্ঞতা নিতে তৈরি হোন। শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আগামীকাল, আগস্ট 28 গ্রাহকদের সামনে হাজির হবে। চাইনিজ টেক জায়ান্টটি জানিয়েছে, তাদের নতুন কাস্টম OS ব্যবহারকারীদের "মসৃণ এবং প্রতিক্রিয়াশীল" অভিজ্ঞতা দেবে। নতুন সফটওয়্যার আপডেটটি অ্যান্ড্রয়েডের কোন সংস্করণের উপর ভিত্তি করে তৈরি, সেটা এখনও জানা যায়নি। তবে যাবতীয় জল্পনা লেটেস্ট Android 16 এর দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত, 2023 সালের অন্তিম লগ্নে Xiaomi 14 সিরিজের সঙ্গে HyperOS আত্মপ্রকাশ করেছিল। তার আগে দীর্ঘ 13 বছর পর ধরে শাওমির কাস্টম রম ছিল MIUI।
শাওমি গোষ্ঠীর মোবাইল ফোন ব্যবসার প্রেসিডেন্ট লু ওয়েইবিং ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) এর একটি পোস্টে লিখেছেন, "Xiaomi Surge 3 হল একটি নতুন সূচনা বিন্দু। এটি বিশ্ব বাজারে HyperOS 3 নামে পরিচিত হবে। অপারেটিং সিস্টেমকে 'মসৃণ' করে তোলা আমাদের লক্ষ্য। আমরা চাই ব্যবহারকারীরা মসৃণ, প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা ও প্রাকৃতিক অনুভূতি পান।"
শাওমি "Everything Goes Smoothly" ট্যাগলাইনের মাধ্যমে ইঙ্গিত করছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক হাইপারওএস 3 অ্যাপ স্যুইচ করার সময় এবং হোম স্ক্রিনে সোয়াইপ করার সময় তুলনামূলকভাবে আরও সহজ ট্রানজিশন আনতে পারে। তবে এই সফটওয়্যার আপডেটে কী কী নতুন ফিচার্স থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
লু ওয়েইবিং হাইপারওএস 3 বিটা ভার্সন পাবে এমন কিছু যোগ্য ডিভাইসের তালিকা প্রকাশ করেছে। ফোনগুলির মধ্যে প্রাথমিকভাবে Xiaomi 15 Ultra, Xiaomi 15S Pro, Xiaomi 15 Pro, Xiaomi 15, Redmi K80 Pro, Redmi K80 Extreme এডিশন বিটা আপডেট পাবে। অন্যদিকে, ট্যাবগুলির মধ্যে বিটা ভার্সন পাবে Xiaomi Pad 7S Pro (12.5 ইঞ্চি ডিসপ্লে) এবং Xiaomi Pad 7 Pro।
শাওমির প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, HyperOS 3 বিটা প্রোগ্রামটি এখন লাইভ করা হয়েছে। আগ্রহী বিটা পরীক্ষকরা অ্যাক্সেস পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারে। এটি পর্যায়ক্রমে চালু করা হবে, যাতে প্রতিক্রিয়া এবং মতামতের ভিত্তিতে পরিবর্তন বাস্তবায়ন করতে সুবিধা হয়।
1. Xiaomi 15 Ultra
2. Xiaomi 15S Pro
3. Xiaomi 15 Pro
4. Xiaomi 15
5. Redmi K80 Pro
6. Redmi K80 Extreme Edition
1. 12.5 ইঞ্চি ডিসপ্লে সহ Xiaomi Pad 7S Pro
2. Xiaomi Pad 7 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন