বুধবার বাজার কাঁপিয়ে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। এর মধ্যে সবথেকে কম দামে লঞ্চ হয়েছে Redmi 6A। Redmi 6A বেস ভেরিয়েন্টের দাম 5,999 টাকা, Redmi 6 বেস ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর Redmi 6 Pro বেস ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই দামে বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে Xiaomi। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল এই তিনটি Xiaomi ফোন...
Redmi 6 আর Redmi 6A তে রয়েছে 18:9 HD+ ডিসপ্লে। 10,000 টাকার নীচে এই দুটি ফোনেই থাকবে 720X1440 রেসোলিউশানস ডিসপ্লে। অন্যদিকে Redmi 6 Pro এর দাত ধরে ভারতে প্রথম কোন Xiaomi ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গেল। এই ফোনে থাকবে একটি 5.84 ইঞ্চি Full HD+ ডিসপ্লে।
এই তিনটি ফোনের মধ্যে সবথেকে ভালো Redmi 6 Proফোনের ডিসপ্লে। Full HD+ রেসোলিউশান, যথেষ্ট ব্রাইটনেস ও ডিসপ্লের উপরে নচ এই ডিসপ্লের অয় দুই ডিসপ্লের থেকে আলাদা করে দিয়েছে। তবে দামের বিচারে Redmi 6 আর Redmi 6A ফোনের ডিসপ্লেও যথেষ্ট ভালো।
Redmi 6A তে রয়েছে অন স্ক্রিন নেভিগেশান কি। ফোনের পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা, ডানদিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। ফোনের বাঁ দিকে রয়েছে সিম ট্রে। নীচে থাকবে MicroUSB পোর্ট আর উপরে হেডফোন জ্যাক আর IR ব্লাস্টার।
Redmi 6 আর Redmi 6A ফোনদুটি বাইরে থেকে দেখতে একই। শুধু Redmi 6 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা।
Redmi 6 Pro ফোনটি দেখতে অনেকটা Mi A2 Lite এর মতো। ফোনের নীচের দিকে থাকবে স্পিকার গ্রিল আর উপরে থাকবে IR ব্লাস্টার আর হেডফোন জ্যাক। ফোনটি দেখতে অনেকটা ছোট Redmi Note 5 Pro এর মতো। Redmi 6 Pro তে Redmi Note 5 Pro এর ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ফোন্নের ভিতরে ব্যবহার হয়েছে Redmi Note 5 এর হার্ডওয়্যার।
আরও পড়ুন: লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro: দাম ও স্পেসিফিকেশান
এই তিনটি ফোনের মধ্যে সমথেকে ভালো ক্যামেরা ব্যবহার হয়েছে প্রিমিয়াম Redmi 6 Pro তে। ফোনের পিছনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা থাকবে। Redmi Note 5 Pro তে এই একই ক্যামেরা ব্যবহার হয়েছে।
এই তিনটি ফোনের পিছনেই মেটাল ব্যক ব্যবহার করেছে Xiaomi। তবে শুধুমাত্র Redmi 6 Pro ফোনের বাক্সের সাথে একটি ব্যাক কভার বিনামূল্যে দেবে চিনের কোম্পানিটি।
Redmi 6A আর Redmi 6 ফোনের ভিতরে রয়েছে যথাক্রমে MediaTek Helio A22 আর P22 চিপসেট। এই প্রথম ভারতে MediaTek চিপসেটের ফোন লঞ্চ করল Xiaomi। শুধুমাত্র 2GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi 6A। 2GB RAM ও 3GB RAM ভেরিয়েন্টে বাজারে আসবে Redmi 6।
আরও পড়ুন: দেখুন Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro লঞ্চ ইভেন্ট
Redmi 6 Pro তে Snapdragon 625 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 4 ও Redmi Note 5 ফোনে এই একই চিপসেট রয়েছে। Redmi 6 Pro এর দুটি আলাদা ভেরিয়েন্টে থাকবে 3GB ও 4GB RAM।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন