16 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে রেডমি এস2, জানুন দাম ও বিশেষ ফিচার্স

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মে 2018 17:32 IST
বৃহস্পতিবার চীনে যাত্রা শুরু করল শিয়াওমি রেডমি এস2 ।এটি রেডমি এস-সিরিজের প্রথম স্মার্টফোন।

স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হল এর ফ্রন্ট ক্যামেরা, যা 16-মেগাপিক্সেল সহ 2-মাইক্রন পিক্সেলের সেন্সরযুক্ত । তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন ৷ 2জিবি র‍্যাম ও 16জিবি ইন্টারনাল স্টোরেজ ৷ 3জিবি র‍্যাম ও 32জিবি ইন্টারনাল স্টোরেজ ও 4জিবি র‍্যাম ও 64জিবি ইন্টারনাল স্টোরেজেও পাওয়া যাবে৷ সাথেই  256জিবি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে ৷ এটি শ্যাম্পেন গোল্ড, প্লাটিনাম সিলভার, এবং গোল্ড গোল্ড রঙ রূপে পাওয়া যাবে। জানা গিয়েছে, 2 জিবি র‍্যাম ও 16জিবি ইন্টারনাল স্টোরেজ ৷ এটি পাওয়া যাবে 10600 টাকায় ৷

3জিবি র‍্যাম ও 32জিবি ইন্টারনাল স্টোরেজটির দাম হতে পারে 13700 টাকা ৷ 4জিবি র‍্যাম ও 64জিবি ইন্টারনাল স্টোরেজেও পাওয়া যাবে এই ফোন ৷ তবে এর দাম এখনও জানা যায়নি। রয়েছে 3080 এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিও । এটি ডুয়াল সিম(ন্যানো)সুবিধাযুক্ত, ওএমআইআইআই 9 এ অ্যান্ড্রয়েড ভিত্তিক হবে এই ফোনটি ।5.70 ইঞ্চি এইচডি 720x1440 পিক্সেলে আইপিএস ডিসপ্লে রয়েছে এই ফোনে ।

এই ফোনের পেছনের ক্যামেরায় থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা যা 12 মেগাপিক্সেল সহ 5 মেগাপিক্সেলের । সঙ্গে থাকেছে এআই পোর্ট্রেট মোড, এইচডিআর, এবং মুখের স্বীকৃতি ছাড়াও ফোনে থাকছে f / 2.2 অ্যাপারচার ও পিডিএএফ অটোফোকাস, এলইডিএ, এবং সামনে ক্যামেরা এআই পোর্ট্রেট মোড, এআই স্মার্ট সৌন্দর্য, ফ্রন্ট এইচডিআর, এবং থাকছে ফেস আনলক । এতেই শেষ নয় রয়ছে 4জি ভিওএলটিই, ওয়াই-ফাই 402.11 বি / জি / এন,  ব্লুটুথ ভি 4.2 , জিপিএস / এ-জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাক এবং মাইক্রো-ইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে । বোর্ডের সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাকসিলরোমিটার, পরিব্যাপ্ত আলো সেন্সর, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড এবং প্রক্সিমিটি সেন্সর। রেডমি এস২ ওজনের পরিমাপ হতে 170 গ্রাম।
    
 
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
  2. Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন
  3. HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!
  4. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  6. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  7. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
  8. লঞ্চের আগেই Oppo F31 সিরিজের তিনটি ফোনের ছবি ফাঁস হল, 7,000mAh ব্যাটারি থাকবে
  9. বিশ্বের প্রথম AC যুক্ত স্মার্টফোন এনে চমকে দিল Realme, চালালেই বেরোবে ঠান্ডা হাওয়া
  10. Samsung Galaxy M07 মাত্র 8,000 টাকায় লঞ্চ হতে পারে, 6 বছর ধরে পাবেন Android আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.