সম্প্রতি নতুন এক কৃত্রিম উপগ্রহ লঞ্চ করল চিন। চাঁদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই কৃত্রিম উপগ্রহটি লঞ্চ করেছে প্রতিবেশী দেশটি। চিন জানিয়েছে চাঁদের অন্ধকার দিকটি আরও ভালো করে জানাই এই কৃত্রিম উপগ্রহ লঞ্চের উদ্দেশ্য।
চিনের ন্যাশানাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশান থেকে শিনহুয়া জানিয়েছে March 4C রকেটে চাপিয়ে লঞ্চ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটি। চিনের দক্ষিণ পশ্চিমে শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহ।
“এই লঞ্চের ফলে চিন প্রথম দেশ যারা চাঁদের অন্যপ্রান্তে কৃত্রিম উপগ্রহ পাঠালো।” বলে জানিয়েছেন এই কৃত্রিম উপগ্রহ প্রজেক্টের ম্যানেজার ঝ্যাং লিহুয়া। এই খবর জানিয়েছে শিনহুয়া।
শুএশিয়াও নামের এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে 455,000 কিমি উপরে থাকবে। সেখানে এটি হবে বিশ্বের প্রথম যোগাযোগ স্থাপনের উপগ্রহ। ম্যাগপাই ব্রিজ নামেও জনপ্রিয় এই উপগ্রাহটি।
2030 সালের মধ্যে বিশ্বের তাবড় মহাকাশ শক্তি হয়ে উঠতে চায় চিন। আপাতত আমেরিকা ও রাশিয়াকে টক্কর দেওয়াই চিনের লক্ষ্য।
বিজ্ঞানে আগ্রগতি ঘটলেও রাজনৈতিক টানাপোড়েন বন্ধ হওয়ার নাম নেই। এই প্রকল্পের ফলে অন্য দেশকে সিঙ্কটের সময় স্পেস বেস না ব্যাবহার করতে দেওয়ার অভযোগ তুলেছে আমেরিকা। যদিও এই প্রোজেক্ট সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করেছে চিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন