কমে গেলো OnePlus Pad 2 ট্যাবলেটটির লঞ্চের দাম,বর্তমানে এটি দারুন অফার মূল্যে পাওয়া যাবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 নভেম্বর 2024 11:20 IST
হাইলাইট
  • OnePlus Pad 2- টিতে একটি 13-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে
  • ট্যাবলেটটি Android 14-ভিত্তিক OxygenOS 14-দ্বারা চালিত
  • ট্যাবলেটটিতে 67W-এর চার্জিং সহ একটি 9,510mAh-এর ব্যাটারি আছে

OnePlus Pad 2 comes in a Nimbus Gray colourway

Photo Credit: OnePlus

ভারতে চলতি বছর জুলাই মাসে OnePlus Pad 2 লঞ্চ করা হয়েছিল।এটি কোয়ালকমের Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত ছিল এবং এটি 67W Super VOOC-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 9510mAh ব্যাটারীর সাথে এসেছিল।এটিতে একটি 12.1 ইঞ্চির 3K LED স্ক্রীন আছে।ট্যাবলেটটি 8জিবি+128জিবি এবং 12জিবি+256জিবি বিকল্পে উপলব্ধ আছে।এটি নিম্বাস ধূসর রঙের বিকল্পে উপস্থিত আছে। ট্যাবলেটটিকে ওয়ানপ্লাসের Stylo 2 Stylus এবং OnePlus স্মার্ট কীবোর্ডের (আলাদাভাবে বিক্রিত)সাথে যুক্ত করা যায়।বর্তমানে সীমিত সময়ের জন্য কোম্পানী এই ট্যাবলেটটির একটি ডিসকাউন্ট অফার প্রদান করছে।

ভারতে OnePlus Pad 2-এর দাম,ছাড় এবং অফার:

ভারতেOnePlus Pad 2-ট্যাবলেটটি 8জিবি+128জিবি বিকল্পটি 39,999টাকায় এবং 12জিবি+256জিবি বিকল্পটি 42,999টাকায় লঞ্চ হয়েছিল।ব্যবহারকারীরা সীমিতসময়ের এই চলমান ছাড়ের অফারটির মধ্যে এটি 37,999টাকা এবং 40,999টাকায় কিনতে পারবেন,এই অফারটি 6নভেম্বর মধ্যরাতে শেষ হবে।গ্রাহকরা অ্যামাজন এবং ভারতীয় ওয়ানপ্লাসের ওয়েবসাইট থেকে এটি কিনতে পারবেন।

এছাড়াও এই অফারের সময়কালে ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন।গ্রাহকরা ICICI,RBL এবং Kotak Mahindra Bank-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট মূল্যের উপর 3000টাকা ছাড় পাবেন। এছাড়াও নয়মাসের জন্য,প্রতিমাসে 4555টাকা থেকে শুরু করে No Cost EMI-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা 5000টাকার পরিবর্তনের অফারও পেয়ে যাবেন।

OnePlus Pad 2-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

OnePlus Pad 2-ট্যাবলেটটি 144Hz রিফ্রেশরেটের সাথে একটি 12.1ইঞ্চির 3K(2,120×3000পিক্সেল) LCD ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে।এটির পিক্সেলের ঘনত্ব 303ppi এবং এটি সর্বোচ্চ 900নিট পর্যন্ত উজ্জ্বলতা বহন করে,এটি Dolby Vision দ্বারা সমর্থিত।ট্যাবলেটটিতে 12জিবি LPDDR5X RAM এবং 256জিবি পর্যন্ত UFS3.1 অনবোর্ড স্টোরেজের পাশাপাশি,একটি Snapdragon 8 Gen 3 চিপসেটের সুবিধা আছে।এটি অ্যান্ড্রয়েড 14ভিত্তিক OxygenOS 14-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে ট্যাবলেটটিতে একটি 13 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সামনের ক্যামেরা আছে।এটি ব্লুটুথ 5.4,Wi-Fi 7,ডুয়াল-ব্যান্ড Wi-Fi এবং USB Type-C এর সংযোগ ব্যাবস্থা আছে।এটি 67W SuperVOOC -এর দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে একটি 9,510mAh ব্যাটারীর মাধ্যমে চলে।এটিতে Hi-Res সার্টিফিকেট যুক্ত Six-speaker সিস্টেম আছে এবং একটি মুখমন্ডল শনাক্তকরণ (Facial Recognition) বৈশিষ্ট্য আছে।এটির পরিমাপ 268.66 x 195.06 x 6.49মিমি এবং ওজন 584গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  2. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  3. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  4. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  5. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  6. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  7. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  8. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  9. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  10. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.