OnePlus Pad 3 একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ট্যাবলেট হিসাবে ভারতে এসেছে। এতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত হাই-কোয়ালিটি 3K ডিসপ্লে রয়েছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
চলতি বছরেই ভারতে ওয়ানপ্লাস কোম্পানীর নতুন একটি ট্যাব OnePlus Pad 2 লঞ্চ করা হয়েছিল। বর্তমান এই ট্যাবলেটটির দাম কমে গিয়েছে। সীমিতসময়ের অফারের ছাড়ের মাধ্যমে One plus Pad 2 ট্যাবলেটটিকে লঞ্চের মূল্যের থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। One Plus Pad 2 ট্যাবলেটটি দুটি RAM এবং স্টোরেজের বিকল্পে পাওয়া যাচ্ছে