OnePlus 15T একটি কম্প্যাক্ট প্রিমিয়াম ট্যাবলেটের সাথে 2026 সালের প্রথমার্ধে লঞ্চ হতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus 13T ফোনে 6.32 ইঞ্চি ডিসপ্লে রয়েছে
2025 সাল শেষ হতে এখনও পাঁচ মাসের বেশি সময় বাকি। কিন্তু এখন থেকেই আগামী বছর বাজারে আনার জন্য নতুন ডিভাইস নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে OnePlus। 2026 সালে চাইনিজ সংস্থাটির অন্যতম বড় চমক হতে পারে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট। অর্থাৎ একটি ছোট আকারের ট্যাব বা প্রিমিয়াম ফিচার্স প্রদান করবে। OnePlus 13T এমনই কম্প্যাক্ট ডিজাইন নিয়ে এপ্রিলে চীনে লঞ্চ হয়েছে। এতে Snapdragon 8 Elite প্রসেসর, 6,260mAh ব্যাটারি, 50MP+50MP ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। ফোনটির উত্তরসূরী হিসেবে OnePlus 15T মডেলটির উপরে কাজ করছে কোম্পানি, যা একটি কম্প্যাক্ট প্রিমিয়াম ট্যাবলেটের সাথে 2026 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করবে।
স্মার্টফোন ব্র্যান্ডদের অন্দরমহলের খবর ফাঁস করার জন্য পরিচিত বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার Weibo (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে দাবি করেছেন, OnePlus, Oppo ও Realme সহ Ouga গোষ্ঠী 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের সাথে একটি নতুন কম্প্যাক্ট ট্যাবলেট বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। টিপস্টারের মতে, একটি কোম্পানি বর্তমানে Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট চালিত একটি কম্প্যাক্ট ট্যাবের প্রোটোটাইপ মডেল পরীক্ষা করছে। এই ডিভাইসগুলি 2026 সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
যদিও টিপস্টার আলাদা করে কোনও ব্র্যান্ডের নাম মুখে আনেননি, ফাঁস হওয়া রিপোর্ট ইঙ্গিত বহন করছে যে ওয়ানপ্লাস-এর কথাই বলা হয়েছে সেখানে। কোম্পানিটি OnePlus 15T কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি OnePlus Pad 3 Mini ট্যাবলেট উন্মোচন করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি সেই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাব হওয়ার সম্ভাবনা। যেহেতু লঞ্চের এখনও দেরি আছে, তাই আগামী কয়েক মাসের মধ্যে নতুন ডিভাইসগুলির সম্পর্কে একে একে তথ্য ফাঁস হবে বলে আশা করা যায়।
OnePlus 13T এর পিছনের অংশে 50 মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা সেটআপ আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটটির সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে 6.32-ইঞ্চি LTPO ডিসপ্লে আছে যা ডলবি ভিশন, HDR10+, ফুল-এইচডি+ ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1,264×2,640 পিক্সেল রেজোলিউশন অফার করে। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত, যা 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে যুক্ত।
ওয়ানপ্লাসের এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং সমর্থন সহ 6,260mAh ব্যাটারি বর্তমান। এছাড়া, অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে ধুলো ও জল প্রতিরোধের জন্য IP65-রেটিং, নতুন শর্টকাট কী, সার্কেল টু সার্চ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC উল্লেখযোগ্য। চীনে লঞ্চের সময় ডিভাইসটির বেস 12 জিবি + 256 জিবি স্টোরেজ মডেলের দাম ছিল 3,399 ইউয়ান (প্রায় 39,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth