13 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 12,140mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল OnePlus Pad 3

OnePlus Pad 3 ভারতে 13.2 ইঞ্চি ডিসপ্লে, 12,140mAh ব্যাটারি, 80W চার্জিং, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে।

13 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 12,140mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল OnePlus Pad 3

Photo Credit: OnePlus

OnePlus 13s দুটি আকর্ষণীয় রঙে কিনতে পাওয়া যাবে

হাইলাইট
  • OnePlus Pad 3 এর বিশেষ আকর্ষণ 12,140mAh ব্যাটারি ও 13.2 ইঞ্চি ডিসপ্লে
  • এই ট্যাবলেটে Snapdragon 8 Elit চিপসেট ও 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে
  • এটি OnePlus Stylo 2 এবং OnePlus Smart কীবোর্ডের সাথে যুক্ত করা যেতে পারে
বিজ্ঞাপন

OnePlus Pad 3 আজ OnePlus 13s এর সাথে ভারতে লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটের বাজার ধরতেই নতুন মডেলটি এনেছে ওয়ানপ্লাস। একটি উচ্চমানের ট্যাবে যে সব বৈশিষ্ট্য থাকে তার সবকিছুই মজুত রয়েছে OnePlus Pad 3 ট্যাবলেটে। 13.2 ইঞ্চির বিশাল ডিসপ্লে বিনোদনে আলাদা মাত্রা যোগ করবে। উপরন্তু, এটি 3.4K রেজোলিউশন ও 7.5 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। Snapdragon 8 Elite প্রসেসর মাল্টিটাস্কিং জলের মতো সহজ করে তুলবে। এই ট্যাবলেটের শক্তিশালী 12,140mAh ব্যাটারি এক চার্জে তিন দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।

ভারতে OnePlus Pad 3 এর দাম

OnePlus Pad 3 ভারতে 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এটি ফ্রস্টেড সিলভার ও স্টর্ম Blue কালারে উপলব্ধ। আজ থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় বিক্রি চালু হবে। তবে ভারতে পরে বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। তাই দামের বিষয়টি তখনই খোলসা করা হবে বলে জানা গিয়েছে।

OnePlus Pad 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Pad 3 ট্যাবলেটের সামনে 13.2 ইঞ্চি 3.4K (2,400×3,392 পিক্সেল) রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 144Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 7:5 আসপেক্ট রেশিও, 315ppi পিক্সেল ডেনসিটি এবং 89.3 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। স্ক্রিনটি 540Hz টাচ স্যাম্পলিং রেট ও 600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে বলে দাবি করছে ওয়ানপ্লাস। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেতে TÜV Rheinland Eye Care 4.0 সার্টিফিকেশন রয়েছে।

OnePlus Pad 3 ট্যাবের অভ্যন্তরে Snapdragon 8 Elit চিপসেট, Adreno 830 GPU এবং 16GB পর্যন্ত LPDDR5T RAM রয়েছে। 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকার ফলে গান-ভিডিয়ো-ফাইল রাখার জন্য স্পেসের চিন্তা করতে হবে না। ট্যাবটি Android 15 নির্ভর OxygenOS 15 কাস্টম স্কিনে রান করবে। ট্যাবটির 12,140mAh ব্যাটারি 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি একবার চার্জ করলে স্ট্যান্ডবাই মোডে 72 দিন পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ব্যাটারি 92 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি।

OnePlus Pad 3 ট্যাবে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ভাল আওয়াজের জন্য আটটি স্পিকার দেওয়া হয়েছে। এতে হিট ডিসিপেশনের জন্য গ্রাফিন কম্পোজিট উপাদান দিয়ে তৈরি ভেপার চেম্বার সিস্টেম রয়েছে। ট্যাবলেটটি OnePlus Stylo 2 এবং OnePlus Smart Keyboard (আলাদাভাবে কিনতে পাওয়া যায়) এর সাথে যুক্ত করা যেতে পারে। ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং সহজ করতে ফুল স্ক্রিনে পাশাপাশি তিনটি অ্যাপ চালানোর সুযোগ দেবে এই নতুন ট্যাব।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  2. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  3. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  4. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
  5. Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন
  6. HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!
  7. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  8. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  9. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  10. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »