OnePlus Pad 3 ভারতে 13.2 ইঞ্চি ডিসপ্লে, 12,140mAh ব্যাটারি, 80W চার্জিং, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus 13s দুটি আকর্ষণীয় রঙে কিনতে পাওয়া যাবে
OnePlus Pad 3 আজ OnePlus 13s এর সাথে ভারতে লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটের বাজার ধরতেই নতুন মডেলটি এনেছে ওয়ানপ্লাস। একটি উচ্চমানের ট্যাবে যে সব বৈশিষ্ট্য থাকে তার সবকিছুই মজুত রয়েছে OnePlus Pad 3 ট্যাবলেটে। 13.2 ইঞ্চির বিশাল ডিসপ্লে বিনোদনে আলাদা মাত্রা যোগ করবে। উপরন্তু, এটি 3.4K রেজোলিউশন ও 7.5 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। Snapdragon 8 Elite প্রসেসর মাল্টিটাস্কিং জলের মতো সহজ করে তুলবে। এই ট্যাবলেটের শক্তিশালী 12,140mAh ব্যাটারি এক চার্জে তিন দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।
OnePlus Pad 3 ভারতে 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এটি ফ্রস্টেড সিলভার ও স্টর্ম Blue কালারে উপলব্ধ। আজ থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় বিক্রি চালু হবে। তবে ভারতে পরে বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। তাই দামের বিষয়টি তখনই খোলসা করা হবে বলে জানা গিয়েছে।
OnePlus Pad 3 ট্যাবলেটের সামনে 13.2 ইঞ্চি 3.4K (2,400×3,392 পিক্সেল) রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 144Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 7:5 আসপেক্ট রেশিও, 315ppi পিক্সেল ডেনসিটি এবং 89.3 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। স্ক্রিনটি 540Hz টাচ স্যাম্পলিং রেট ও 600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে বলে দাবি করছে ওয়ানপ্লাস। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেতে TÜV Rheinland Eye Care 4.0 সার্টিফিকেশন রয়েছে।
OnePlus Pad 3 ট্যাবের অভ্যন্তরে Snapdragon 8 Elit চিপসেট, Adreno 830 GPU এবং 16GB পর্যন্ত LPDDR5T RAM রয়েছে। 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকার ফলে গান-ভিডিয়ো-ফাইল রাখার জন্য স্পেসের চিন্তা করতে হবে না। ট্যাবটি Android 15 নির্ভর OxygenOS 15 কাস্টম স্কিনে রান করবে। ট্যাবটির 12,140mAh ব্যাটারি 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি একবার চার্জ করলে স্ট্যান্ডবাই মোডে 72 দিন পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ব্যাটারি 92 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি।
OnePlus Pad 3 ট্যাবে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ভাল আওয়াজের জন্য আটটি স্পিকার দেওয়া হয়েছে। এতে হিট ডিসিপেশনের জন্য গ্রাফিন কম্পোজিট উপাদান দিয়ে তৈরি ভেপার চেম্বার সিস্টেম রয়েছে। ট্যাবলেটটি OnePlus Stylo 2 এবং OnePlus Smart Keyboard (আলাদাভাবে কিনতে পাওয়া যায়) এর সাথে যুক্ত করা যেতে পারে। ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং সহজ করতে ফুল স্ক্রিনে পাশাপাশি তিনটি অ্যাপ চালানোর সুযোগ দেবে এই নতুন ট্যাব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple CEO Tim Cook Highlights Adoption of Apple Intelligence, Reveals Most Popular AI-Powered Feature
Vivo V70, V70 Elite Confirmed to Launch in India With Snapdragon Chipsets
Xiaomi 17 Listing Hints at Price in Europe, Presence of Smaller Battery