OnePlus 15R স্মার্টফোনের সঙ্গে OnePlus Pad Go 2 ট্যাবলেট ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হবে।
Photo Credit: OnePlus
OnePlus 15R will be available in Charcoal Black and Minty Green Colour Options
OnePlus 15R ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হবে। আজ সোমবার সংস্থার ভারতীয় শাখা আনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করেছে। হাই-পারফরম্যান্স স্মার্টফোনটির সঙ্গে একই দিনে OnePlus Pad Go 2 ট্যাবলেট রিলিজ হবে। OnePlus 15 লঞ্চের প্রায় এক মাসের মধ্যে আরও একটি বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে কোম্পানি। নতুন ফোনটি ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং Amazon থেকে বিক্রি হবে। OnePlus 15R আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে। ফোনটির অন্যান্য সম্ভাব্য বৈশিষ্ট্যের মধ্যে 8,000mAh ব্যাটারি, 165 হার্টজ রিফ্রেশ রেট, এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
OnePlus 15R ভারতে চারকোল ব্ল্যাক ও মিন্টি গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে। অন্য দিকে, OnePlus Pad 2 শ্যাডো ব্ল্যাক ও ল্যাভেন্ডার ড্রিফ্ট রঙের বিকল্পে পাওয়া যাবে। ওয়ানপ্লাস জানিয়েছে, তাদের নতুন ফোন সবচেয়ে ডিউরেবল স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এতে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং থাকছে, যা সাধারণত খুব কম মুঠোফোনে দেখা যায়। এটি ডিভাইসের ভিতরে জল এবং ধুলোর প্রবেশ আটকাবে।
ওয়ানপ্লাস 15আর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। ক্যামেরা সেন্সরগুলি একটি আয়তকার মডিউলের মধ্যে বসানো থাকবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম আপ-ডাউন কী থাকবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে চলবে। ফোনটির মুখ্য আকর্ষণ হতে পারে 8,000mAh ব্যাটারি।
স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে। সংস্থা খুব শীঘ্রই OnePlus 15R সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়। অন্য দিকে, OnePlus Pad Go 2 স্টাইলাস পেন সাপোর্ট ও 5G কানেক্টিভিটি সুবিধার সঙ্গে আসবে। এটি OnePlus Pad Go-এর উত্তরসূরী মডেল হিসেবে আসছে, যা 2023 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল।
প্রসঙ্গত, OnePlus 15 অক্টোবরে ভারতে এসেছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি হাই-পারফরম্যান্স ও গেমিং-এর দিকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এর 7,300mAh ব্যাটারি 120W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 10W রিভার্স ওয়্যারলেস, এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation