OnePlus Pad Go 2 ট্যাবে স্টাইলাস পেন সাপোর্ট থাকায় নোট লেখা ও আঁকার মতো কাজ আরও সহজ হবে।
Photo Credit: OnePlus
OnePlus Pad Go 2 features a massive 10,050mAh battery
OnePlus Pad Go 2 বুধবার OnePlus 15R-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট যা 5G প্রযুক্তির সঙ্গে এসেছে। নতুন ট্যাবটির মুখ্য আকর্ষণ অবশ্যই বিরাট ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি। এতে 12.1 ইঞ্চি ডিসপ্লে এবং 10,050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ট্যাব ফুল চার্জে 60 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। এতে স্টাইলাস পেন সাপোর্ট থাকায় নোট লেখা ও আঁকার মতো কাজ আরও সহজ হবে। এই ট্যাবলেটের Notes অ্যাপ হাতের লেখা দ্রুত ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এর ফলে পড়ুয়া বা শিক্ষকদের জন্য নোট সাজানো ও শেয়ার করা সহজ হবে। আবার হাতে লেখা জটিল অঙ্ক সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে। চলুন জেনে নিই OnePlus Pad Go 2 আর কী কী পারে ও দাম কত।
ওয়ানপ্লাস প্যাড গো 2 ট্যাবে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 12 বিট কালার ডেপ্থ, 900 নিট HBM ব্রাইটনেস, এবং 2.8K (2,800 x 1,980 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ট্যাবের সামনে ও পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসটিতে Android 16 নির্ভর ColorOS প্রি-ইনস্টল করা আছে।
OnePlus Pad Go 2 রান করে Dimensity 7300 Ultra চিপসেটে যা চার বছর পরেও ঝরঝরে পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করে। ট্যাবলেটে কোয়াড স্পিকার, 10,050mAh ব্যাটারি, 6.5W রিভার্স চার্জিং, 33W ফাস্ট চার্জিং, এবং ফেস আনলক বৈশিষ্ট্য রয়েছে। OnePlus Pad Go 2 Stylo ডিজিটাল স্ক্রিনে কাগজের উপর কলমে লেখার অনুভূতি দেবে।
ওয়ানপ্লাসের নতুন ট্যাবের স্ক্রিনে থাকা যে কোনও ছবি, ভিডিও বা লেখার উপর গোল করে ট্যাপ বা হাইলাইট করলেই সংশ্লিষ্ট তথ্য গুগলে সার্চ করা যাবে। এর জন্য আলাদা অ্যাপ খোলার দরকার হবে না। আবার ট্যাবটি AI স্পিকার ফিচারের মাধ্যমে স্ক্রিনে বই, সংবাদ প্রতিবেদন, বা কাজের নথি — সমস্ত ধরনের লেখা জোরে জোরে শোনাবে৷ প্লেব্যাক স্পিড ও কন্ঠ (পুরুষ বা নারী) নিজের ইচ্ছামতো নির্বাচন করা যাবে।
এছাড়াও, OnePlus Pad Go 2 মডেলে AI রাইটার, AI রেকর্ডার, AI ইরেজার, AI আনব্লার, AI ডিটেইল বুস্ট, AI রিফ্লেকশন ইরেজার, AI ট্রান্সলেট, ও AI সামারির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে।
OnePlus Pad Go 2 ভারতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ট্যাবটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের (Wi-Fi) দাম যথাক্রমে 26,999 টাকা ও 29,999 টাকা। অন্য দিকে, 5G কানেক্টিভিটি-যুক্ত 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 32,999 টাকা রাখা হয়েছে। এটি ল্যাভেন্ডার ড্রিফট ও শ্যাডো ব্ল্যাক (5G ভ্যারিয়েন্ট) কালার অপশনে কেনা যাবে৷
OnePlus 15R স্মার্টফোনের মতো ট্যাবেও 3,000 টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে কোম্পানি৷ ফলে দাম যথাক্রমে 23,999 টাকা, 26,999 টাকা, ও 29,999 টাকায় নেমে আসবে৷ Amazon, ওয়ানপ্লাসের ওয়েবসাইট, ও রিটেল স্টোরে ডিসেম্বর 18 থেকে সেল শুরু হবে৷ লিমিটেড পিরিয়ড অফারে 3,999 টাকার OnePlus Pad Go বিনামূল্যে পাওয়া যাবে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন