13 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 12,140mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল OnePlus Pad 3

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 জুন 2025 19:31 IST
হাইলাইট
  • OnePlus Pad 3 এর বিশেষ আকর্ষণ 12,140mAh ব্যাটারি ও 13.2 ইঞ্চি ডিসপ্লে
  • এই ট্যাবলেটে Snapdragon 8 Elit চিপসেট ও 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে
  • এটি OnePlus Stylo 2 এবং OnePlus Smart কীবোর্ডের সাথে যুক্ত করা যেতে পারে

OnePlus 13s দুটি আকর্ষণীয় রঙে কিনতে পাওয়া যাবে

Photo Credit: OnePlus

OnePlus Pad 3 আজ OnePlus 13s এর সাথে ভারতে লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটের বাজার ধরতেই নতুন মডেলটি এনেছে ওয়ানপ্লাস। একটি উচ্চমানের ট্যাবে যে সব বৈশিষ্ট্য থাকে তার সবকিছুই মজুত রয়েছে OnePlus Pad 3 ট্যাবলেটে। 13.2 ইঞ্চির বিশাল ডিসপ্লে বিনোদনে আলাদা মাত্রা যোগ করবে। উপরন্তু, এটি 3.4K রেজোলিউশন ও 7.5 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। Snapdragon 8 Elite প্রসেসর মাল্টিটাস্কিং জলের মতো সহজ করে তুলবে। এই ট্যাবলেটের শক্তিশালী 12,140mAh ব্যাটারি এক চার্জে তিন দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।

ভারতে OnePlus Pad 3 এর দাম

OnePlus Pad 3 ভারতে 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এটি ফ্রস্টেড সিলভার ও স্টর্ম Blue কালারে উপলব্ধ। আজ থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় বিক্রি চালু হবে। তবে ভারতে পরে বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। তাই দামের বিষয়টি তখনই খোলসা করা হবে বলে জানা গিয়েছে।

OnePlus Pad 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Pad 3 ট্যাবলেটের সামনে 13.2 ইঞ্চি 3.4K (2,400×3,392 পিক্সেল) রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 144Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 7:5 আসপেক্ট রেশিও, 315ppi পিক্সেল ডেনসিটি এবং 89.3 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। স্ক্রিনটি 540Hz টাচ স্যাম্পলিং রেট ও 600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে বলে দাবি করছে ওয়ানপ্লাস। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেতে TÜV Rheinland Eye Care 4.0 সার্টিফিকেশন রয়েছে।

OnePlus Pad 3 ট্যাবের অভ্যন্তরে Snapdragon 8 Elit চিপসেট, Adreno 830 GPU এবং 16GB পর্যন্ত LPDDR5T RAM রয়েছে। 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকার ফলে গান-ভিডিয়ো-ফাইল রাখার জন্য স্পেসের চিন্তা করতে হবে না। ট্যাবটি Android 15 নির্ভর OxygenOS 15 কাস্টম স্কিনে রান করবে। ট্যাবটির 12,140mAh ব্যাটারি 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি একবার চার্জ করলে স্ট্যান্ডবাই মোডে 72 দিন পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ব্যাটারি 92 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি।

OnePlus Pad 3 ট্যাবে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ভাল আওয়াজের জন্য আটটি স্পিকার দেওয়া হয়েছে। এতে হিট ডিসিপেশনের জন্য গ্রাফিন কম্পোজিট উপাদান দিয়ে তৈরি ভেপার চেম্বার সিস্টেম রয়েছে। ট্যাবলেটটি OnePlus Stylo 2 এবং OnePlus Smart Keyboard (আলাদাভাবে কিনতে পাওয়া যায়) এর সাথে যুক্ত করা যেতে পারে। ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং সহজ করতে ফুল স্ক্রিনে পাশাপাশি তিনটি অ্যাপ চালানোর সুযোগ দেবে এই নতুন ট্যাব।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  2. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
  3. Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে
  4. 50MP সেলফি ক্যামেরার সঙ্গে Lava Agni 4 লঞ্চ হল, ফিচার্স বিদেশী ব্র্যান্ডদের টেক্কা দেবে, দাম জেনে নিন
  5. ভারতে লঞ্চের আগেই Vivo X300 সিরিজের দাম ফাঁস হল, ফোনের ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  6. Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
  7. ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে
  8. Exclusive: iQOO 15 এর দাম লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস, বাজার কাঁপাতে পারবে?
  9. Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
  10. OnePlus Ace 6T সবথেকে পাওয়ারফুল 8000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে নভেম্বরে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.