Oppo Pad SE স্টারলাইট সিলভার এবং টোয়াইলাইট ব্লু কালার অপশনে উপলব্ধ হবে
Photo Credit: Oppo
Oppo Pad SE মে মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। আর এখন কোম্পানি নিশ্চিত করেছে যে, ট্যাবটি Oppo Reno 14 5G সিরিজের সাথে জুলাই মাসেই ভারতে আসবে। দুর্দান্ত এই ট্যাবলেটের ফিচার্স এবং রঙের বিকল্পগুলিও প্রকাশ করা হয়েছে। এই ট্যাবের ভারতীয় ভেরিয়েন্ট গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন অফার করবে। Oppo Pad SE এর বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বিশাল 11 ইঞ্চি এলসিডি আই-কেয়ার ডিসপ্লে এবং পাওয়ারফুল 9,340mAh ব্যাটারি। ব্যাটারিটি 800 দিন (2 বছরেরও বেশি) পর্যন্ত চার্জ ধরে রাখবে (স্ট্যান্ডবাই টাইম) বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি দুটি আকর্ষণীয় ডুয়াল টোন কালার অপশনে ভারতে কিনতে পাওয়া যাবে।
সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, Oppo Pad SE ভারতে জুলাই 3, বৃহস্পতিবার, দুপুর 12 টায় Oppo Reno 14 5G সিরিজের স্মার্টফোনের সাথে লঞ্চ হবে। ট্যাবটি স্টারলাইট সিলভার এবং টোয়াইলাইট ব্লু রঙের বিকল্পে বিক্রি করা হবে এবং এতে ডুয়াল-টোন ফিনিশ রয়েছে।
Oppo Pad SE ভারতীয় ভেরিয়েন্টের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে। এটি গ্লোবাল ভেরিয়েন্টের মতোই বলে মনে হচ্ছে। এতে 9,340mAh ব্যাটারি থাকবে যা 33W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে।ট্যাবটিতে একটি স্মার্ট পাওয়ার সেভিং মোড দেওয়া হয়েছে যা সাত দিন অফ থাকলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে চার্জ সংরক্ষণে সহায়তা করে। এটি স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্টের সাহায্যে 800 দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে (স্ট্যান্ডবাই টাইম)।
ট্যাবটি 36 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন সার্টিফিকেশনও অফার করবে বলে জানা গিয়েছে। Oppo Pad SE এর ভারতীয় ভেরিয়েন্টে 11 ইঞ্চির এলসিডি আই-কেয়ার ডিসপ্লে থাকবে, যার আসপেক্ট রেশিও 16:10 এবং ব্রাইটনেস লেভেল 500 নিট পর্যন্ত। স্ক্রিনটি লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি পারফরম্যান্সের জন্য ডাবল TÜV Rheinland সার্টিফিকেশন পেয়েছে।
উল্লেখ্য, ওপ্পো প্যাড এসই এর গ্লোবাল ভেরিয়েন্টে MediaTek Helio G100 চিপসেট ব্যবহার করা হয়েছে। ট্যাবটি Android 15-ভিত্তিক ColorOS 15.0.1 কাস্টম স্কিনে রান করে। এর সামনে এবং পিছনে উভয় দিকেই 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবটি ব্লুটুথ 5.4, Wi-Fi এবং USB Type-C কানেক্টিভিটি সমর্থন করে।
চীনে, Oppo Pad SE এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 899 ইউয়ান (প্রায় 11,000 টাকা)। অন্যদিকে, 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,099 ইউয়ান (প্রায় 13,000 টাকা) এবং 1,299 ইউয়ান (প্রায় 15,500 টাকা)। এটি ভারতে কেমন দামে লঞ্চ করা হয়, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.