নতুন বছরের অফার! প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি ও টকটাইম দিচ্ছে BSNL

বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে। 

নতুন বছরের অফার! প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি ও টকটাইম দিচ্ছে BSNL

বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে নতুন অফার নিয়ে এল BSNL

হাইলাইট
  • 450 টাকা রিচার্জে 500 টাকা টকটাইম পাওয়া যাবে
  • 250 টাকা রিচার্জে মিলবে 275 টাকা টকটাইম
  • 2 জানুয়ারির আগে রিচার্জ করলে অতিরিক্ত টকটাইম পাওয়া যাবে
বিজ্ঞাপন

বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে।  31 জানুয়ারি পর্যন্ত চলবে এই আকর্ষণীয় অফার। আগে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এছাড়াও নির্বাচিত রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি।

নতুন বছরের অফারে অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। অফার। 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 3GB  ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টা এসএমএস এর সুবিধা। 31 জানুয়ারির আগে রিচার্জ করলে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

এছাড়াও দুটি স্পেশাল রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি। 450 টাকা রিচার্জে 500 টাকা টকটাইম পাওয়া যাবে। 250 টাকা রিচার্জে মিলবে 275 টাকা টকটাইম। 2 জানুয়ারির আগে রিচার্জ করলে অতিরিক্ত টকটাইম পাওয়া যাবে।

সম্প্রতি 365 টাকা আর 97 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। 365 টাকা প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। অন্যদিকে 97 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা, আর দিনে 100 টাক এসএমএস পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  2. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  3. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  4. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  5. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  6. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  7. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  8. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  9. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  10. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »