বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে।
বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে নতুন অফার নিয়ে এল BSNL
বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে। 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই আকর্ষণীয় অফার। আগে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এছাড়াও নির্বাচিত রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি।
নতুন বছরের অফারে অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। অফার। 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 3GB ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টা এসএমএস এর সুবিধা। 31 জানুয়ারির আগে রিচার্জ করলে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
এছাড়াও দুটি স্পেশাল রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি। 450 টাকা রিচার্জে 500 টাকা টকটাইম পাওয়া যাবে। 250 টাকা রিচার্জে মিলবে 275 টাকা টকটাইম। 2 জানুয়ারির আগে রিচার্জ করলে অতিরিক্ত টকটাইম পাওয়া যাবে।
সম্প্রতি 365 টাকা আর 97 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। 365 টাকা প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। অন্যদিকে 97 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা, আর দিনে 100 টাক এসএমএস পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter