লঞ্চ হয়ে গিয়েছে Honor কোম্পানীর পক্ষ থেকে একটি নতুন হ্যান্ডসেট Honor 400 Lite। তবে হ্যান্ডসেটটিকে বিশ্বের কিছু বাছাই করা বাজারেই লঞ্চ করা হয়েছে। ফোনটি MediaTek Dimensity 7025 Ultra চিপসেট পেয়েছে এবং এটি একটি 5,230mAh ব্যাটারী দ্বারা চালিত
ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট।