Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। এতে মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারিটি হবে 7,000mAh।
Xiaomi জানিয়েছে নতুন রঙে Redmi Note 7 সিরিজ বাজারে আসতে চলেছে। গ্রাহকদের কাছে নতুন এই রঙের নামের পরামর্শ চেয়েছে। গ্রাহকদের জানানো নামের মধ্যে থেকে একটি পছন্দ করে নেবে Xiaomi।