Samsung Galaxy Z Fold 6 ভারতে 1,64,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন ফোল্ডেবল ফোনটি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে 1,04,750 টাকায়। অর্থাৎ কোম্পানি 60,249 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে যথাক্রমে 4,000 টাকা ও 6,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে।
চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Fold। এই ফোনে রয়েছে একটি ফোল্ডেবেল ওলেড ডিসপ্লে। এটা ভারতের প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের অ্যানড্রয়েড স্মার্টফোন।