Samsung Galaxy Z Fold 6 ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে 60,000 টাকারও বেশি ছাড়ে।
Samsung Galaxy Z Fold 6 লঞ্চ হয়েছিল 2024 সালে
দীপাবলি ও কালীপুজো মিটে গেল। তাহলে এই বছরের মতো ফেস্টিভ সিজন সেলের পর্ব শেষ ভাবছেন? উৎসব অফার কিন্তু এখনও চালু আছে। Flipkart ফ্ল্যাগশিপ মডেল সহ বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন এখনও লোভনীয় ডিসকাউন্টে বিক্রি করছে। আর আপনি যদি অত্যাধুনিক ফোল্ডেবল হ্যান্ডসেট কিনতে চান, তাহলে এটাই সঠিক সময়। Samsung Galaxy Z Fold 6 যে ছাড়ে পাওয়া যাচ্ছে, তা শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ডিভাইসটি ভারতে যে দামে লঞ্চ হয়েছিল, এখন তার থেকে 60,000 টাকারও বেশি সস্তায় কেনা যাচ্ছে। চলুন ফোনটির নতুন দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Fold 6 চলতি বছরের জুলাই মাসে 1,64,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম ছিল। আর এখন ফোল্ডেবল ফোনটি ফ্লিপকার্টে 1,04,750 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ কোম্পানি 60,249 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। আবার Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে যথাক্রমে 4,000 টাকা ও 6,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে।
ফ্লিপকার্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডেও যথাক্রমে 1,250 টাকা এবং 2,500 টাকা ছাড় দিচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 58,200 টাকা পর্যন্ত দাম পাওয়া যাবে। এসবিআই ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে 2,500 টাকা ডিসকাউন্ট মিলবে। 2 বছরের জন্য প্ল্যান নিলে প্রতি মাসে 4,980 টাকা দিতে হবে। ফোনটি নেভি, পিঙ্ক, ও সিলভার শ্যাডো কালার অপশনে উপলব্ধ। মনে রাখবেন, অফার যে কোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তাই কিনতে চাইলে সময় নষ্ট না করাই শ্রেয়।
এই ফোল্ডেবল ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ও 3X জুম অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোনটিতে 4 মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে কভার ক্যামেরা এবং ভিতরের 10 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ।
ফোনটির বাইরের দিকে 6.3 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 968 x 2376 পিক্সেল রেজোলিউশন,ও 2600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটির অভ্যন্তরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল AMOLED ডিসপ্লে আছে যা 1,856 x 2,156 পিক্সেল রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে।
Samsung Galaxy Z Fold 6 রান করে Snapdragon 8 Gen 3 চিপসেটে, যা সর্বোচ্চ 13 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। এর 4,400mAh ব্যাটারি 25W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন