Meta Ray-Ban Display স্মার্ট গ্লাসের ডান লেন্সের নীচে হেডস-আপ ডিসপ্লে আছে
Photo Credit: Meta
Meta Ray-Ban Display বুধবার একটি অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। এটি ফেসবুকের মালিক মেটা এবং রে-ব্যানের মিলিত উদ্যোগে তৈরি নতুন প্রজন্মের স্মার্ট চশমা, যা 2023 সালের Ray-Ban Meta গ্লাসের আরও উন্নত সংস্করণ। বাইরে থেকে ওয়েফারার স্টাইলের সাধারণ চশমার মতো দেখতে লাগলেও, এর ভিতরে হাই-টেক ফিচার্স লুকিয়ে আছে। এটি মেটার প্রথম স্মার্ট চশমা, যেখানে একটি স্ক্রিন অর্ন্তনিহিত আছে। এই বিল্ট-ইন ডিসপ্লে মূলত ব্যবহারকারীকে অগমেন্টেড রিয়েলিটির (AR) অভিজ্ঞতা দেবে। সহজ কথায় বললে, চশমা পরা অবস্থায় যখন চারপাশের দৃশ্য দেখতে পাবেন, তখন সেই প্রাকৃতিক দৃশ্যের উপর ডিজিটাল তথ্যও ভেসে উঠবে। অর্থাৎ সরাসরি চোখের সামনে স্ক্রিনে তথ্য দেখা যাবে।
মেটা রে-ব্যান ডিসপ্লে নামক স্মার্ট চশমাটির বাম দিকে 3X জুম সহ 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আপনি যে দিকেই তাকাবেন, নির্দেশ দিলেই এটি ফটাফট ছবি ও ভিডিও তুলে দেবে। ক্যামেরাটি 3,034 x 4,032 পিক্সেল রেজোলিউশনে উচ্চমানের ছবি তুলতে সক্ষম এবং 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 1080 পিক্সেল ভিডিও রেকর্ড করতে পারে। চশমায় 32 জিবি বিল্ট-ইন স্টোরেজ আছে৷ মেটার দাবি, স্মার্ট গ্লাসটি 1,000 ছবি ও 100টি 30 সেকেন্ডের ভিডিও স্টোর করে রাখতে পারবে। এতে হাইপারল্যাপস এবং স্লো মোশন মোড যুক্ত করা হয়েছে।
একটি সাধারণ স্মার্ট চশমা যেখানে মূলত ভয়েস বা অডিও নির্ভর, সেখানে মেটা রে-ব্যান ডিসপ্লে দৃষ্টি বা দেখার মাধ্যমে অনুভবের সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা প্রদান করে। শুধু উত্তর শোনা নয়, বরং AR স্ক্রিনের আর্শীবাদে সেটা চশমার স্ক্রিনেই দেখা যাবে। আবার স্মার্টফোন পকেট থেকে বের না করেই চশমার মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপ যেমন ইনস্টাগ্রামে মেসেজ পাঠানো যাবে। জবাব আসলে টেক্সট চোখের সামনে ভেসে উঠবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ভিডিও কল করা যাবে।
মেটার নতুন স্মার্ট চশমা নিয়ন্ত্রণ করার জন্য একটি বিশেষ জলরোধী ব্রেসলেট দেওয়া হয়েছে, যার পোশাকি নাম নিউরাল ব্যান্ড (Neural Band)। এটি হাতের পেশির ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করে ইশারার মাধ্যমে চশমার স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারে। রিস্টব্যান্ডটি পড়ে নিলেই আঙুল ঘষে, আলতো চাপ দিয়ে, ঘুরিয়ে, এমনকি আঙুলের হালকা নড়াচড়ার মাধ্যমেই সহজে স্ক্রিনে উপরে-নিচে স্ক্রল করা যাবে। বছরের শেষে এতে আঙুল দিয়ে লেখা সুবিধাও যুক্ত হবে।
চশমার ওজন 69 গ্রাম। ডান লেন্সের নীচে হেডস-আপ ডিসপ্লে অবস্থিত। এটি 5,000 নিট পিক ব্রাইটনেস এবং 600 x 600 রেজোলিউশন সাপোর্ট করে। সংস্থার দাবি, স্ক্রিন থেকে মাত্র 2 শতাংশ আলো লিকেজ হয়, অর্থাৎ AI ডিসপ্লে বাইরে কারোর কাছে দৃশ্যমান হবে না। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং লাইভ ক্যাপশন বা অনুবাদ, পথ নির্দেশনা, ছবি তোলার আগে ভিউফাইন্ডার, ভিডিও কল, ইত্যাদি দেখাবে। ব্যবহার না করলে নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে।
স্ক্রিনটি সাধারণভাবে 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে, কিন্তু কনটেন্ট দেখার সময় 30 হার্টজে রিফ্রেশ হয়। চশমাটি টানা 6 ঘন্টা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকা চার্জিং কেস অতিরিক্ত 30 ঘন্টা ব্যাকআপ সরবরাহ করবে। IPX7 রেটিং থাকার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেও ব্যবহার করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেটা রে-ব্যান ডিসপ্লের দাম 799 ডলার রাখা হয়েছে (প্রায় 70,100 টাকা), যার মধ্যে চশমা এবং মেটা নিউরাল ব্যান্ড উভয়ই অন্তর্ভুক্ত। সেপ্টেম্বর 30 থেকে আমেরিকায় বিক্রি শুরু হবে। কানাডা, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্যে আগামী বছর উপলব্ধ হবে। ভারতে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.