সম্প্রতি লঞ্চ হয়েছিল Xiaomi Mi Watch Color। এই স্মার্টওয়াচে থাকছে একটি বৃত্তাকার ডায়াল। শুক্রবার চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করল Xiaomi। Mi Watch Color এ থাকছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। থাকছে ১০ টি ট্র্যাকিং মোড। Mi Watch Color এর মাধ্যমে স্ট্রেস ও স্লিপ মনিটর করা যাবে। থাকছে একটি 24x7 হার্ট রেট ট্র্যাকিং সেন্সর। কোম্পানির দাবি এক চার্জে 14 দিন চলবে এই ডিভাইস।
Mi Watch Color এর দাম 799 ইউয়ান (প্রায় 8,000 টাকা)। শুক্রবার চিনে Mi.com থেকে এই ডিভাইস বিক্রি শুরু হবে। যদিও চিনের বাইরে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানা যায়নি।
সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi Mi Watch Color এর ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে Xiaomi। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। যদিও নতুন স্মার্টওয়াচের থাকছে হার্টরেট সেন্সর, ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কলিং আর নোটিফিকেশন সাপোর্ট।
নতুন Xiaomi Mi Watch Color স্মার্টওয়াচে থাকছে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট। টিজারে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে কালো, সোনালী ও রুপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। থাকছে সিলিকন, লেদার অথবা মেটাল স্ট্র্যাপ। বিভিন্ন রঙে Xiaomi Mi Watch Color এর স্ট্র্যাপ পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে Xiaomi Mi Watch Color এ লম্বা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। শুক্রবার চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে কোম্পানি। যদিও ভারতে কবে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.