Xiaomi Mi Watch Color এর ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে Xiaomi। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।
Mi Watch Color এ থাকছে বৃত্তাকার ডায়াল
নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi। সোমবার চিনে লঞ্চ হয়েছে Xiaomi Mi Watch Color। নতুন স্মার্টওয়াচে থাকছে বৃত্তাকার ডায়াল। তিনটি রঙে পাওয়া যাবে নতুন স্মার্টওয়াচ। স্ট্র্যাপেও থাকছে একাধিক কালার ও মেটিরিয়াল। নতুন Xiaomi Mi Watch Color এ থাকছে একটি হার্ট রেট সেন্সর। সাথে থাকছে স্লিপ ট্র্যাকিং ও ফিটনেস ট্র্যাকিং। যদিও নতুন স্মার্টওয়াচের দাম প্রকাশ করেনি বেজিংয়ের কোম্পানিটি।
সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi Mi Watch Color এর ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে Xiaomi। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। যদিও নতুন স্মার্টওয়াচে থাকছে হার্টরেট সেন্সর, ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কলিং আর নোটিফিকেশন সাপোর্ট।
নতুন Xiaomi Mi Watch Color স্মার্টওয়াচে থাকছে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট। টিজারে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে কালো, সোনালি ও রুপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। থাকছে সিলিকন, লেদার অথবা মেটাল স্ট্র্যাপ। বিভিন্ন রঙে Xiaomi Mi Watch Color এর স্ট্র্যাপ পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে Xiaomi Mi Watch Color এ লম্বা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। শীঘ্রই চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে কোম্পানি। যদিও ভারতে কবে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Exynos 2600 Details Leak Ahead of Galaxy S26 Launch; Could Be Equipped With 10-Core CPU, AMD GPU
Vivo Y50e 5G, Vivo Y50s 5G Appear on Google Play Console; Mysterious Vivo Phone Listed on Certification Site