এই মুহুর্তে ভারতে 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 এর দাম 44,999 টাকা। 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 Pro এর দাম 49,999 টাকা। 10 জানুয়ারি সকাল 11 টায় এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট।
নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল
ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছিলেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। আগামী 10 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। এই মুহুর্তে ভারতে Xiaomi –র সব থেকে বড় টিভির মাপ 55 ইঞ্চি। ভারতে 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 এর দাম 44,999 টাকা। 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 Pro এর দাম 49,999 টাকা। 10 জানুয়ারি সকাল 11 টায় এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট।
আরও পড়ুন: নতুন রঙে বিক্রি শুরু হল Realme U1, সাথে বিনামূল্যে মিলছে Realme Buds
নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। গত মাসে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।
নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্
আরও পড়ুন: Game of Thrones Season 8: ফার্স্ট লুক দেখুন এখানে
Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। সম্প্রতি ভারতে তিনটি টিভির দাম কমিয়েছিল Xiaomi। নতুন বছরে দুটি 32 ইঞ্চি ও একটি 49 ইঞ্চি টিভি সস্তা হয়েছে। 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে টিভিগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications