প্রথম লুকে উইন্টারফেলে সানসা স্টার্কের (সোফি টার্নার) সাথে ডেনেরিস টার্গারিয়েনর (এমিলা কার্ক) সাক্ষাতের একটি ছবি দেখা গিয়েছে। এই প্রথম দুজনের দেখা হল।
Photo Credit: HBO
Game of Thrones এর অষ্টম সিজনের ফার্স্ট লুক প্রকাশ করল HBO। প্রথম লুকে উইন্টারফেলে সানসা স্টার্কের (সোফি টার্নার) সাথে ডেনেরিস টার্গারিয়েনর (এমিলা কার্ক) সাক্ষাতের একটি দৃশ্য দেখা গিয়েছে। এই প্রথম দুজনের দেখা হল। সাথে ছিলেন জন স্নো (কিট হ্যারিংটন)। সেই দৃশ্যে সবথেকে প্রবীণ স্টার্ক ডেনেরিককে বলছেন, “উইন্টারফেল আপনার”। চার সেকেন্ডের নতুন ক্লিপে ‘মাদার অফ ড্রাগন' কে উইন্টারফেলে দেখা গিয়েছে। শেষ সিজনের প্রথম পর্বেই হয়তো এই দৃষ্য দেখা যাবে। ভিডিওটি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।
সানসা ইতিমধ্যেই জন স্নো এর ডেনেরিসের প্রতি আনুগত্যের কথা জানেন।তবে সানসার নিজের ভাই ব্র্যান সানসাকে জনের সিংহাসনে বসার ইচ্ছার কথা জানিয়েছে কী না বোঝা যাচ্ছে না। প্রস্নগত সপ্তম সিজনে ব্র্যান জানিয়েছিল জনের আসল নাম আএগন টার্গারিয়েন। সানসার ডেনেরিসের সাথে এই সাক্ষাৎ দেখে মনে হচ্ছে সানসার কানে এখনও সেই খবর পৌঁছায়নি।
শেষ সিজনে Game of Thrones এ থাকবে মাত্র ছয়টি পর্ব। 2019 সালের এপ্রিলে শুরু হবে এই সিরিজ। এই টিভি সিরিজের বিপুল জনপ্রিয়তার কারনে Game of Thrones এর প্রিকুয়েল আনছে HBO।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed