ChatGPT এখন বাস্তবসম্মত ছবি বানানোর পাশাপাশি নিখুঁত এডিটিং করবে
কোন AI মডেল বেশি উন্নত ছবি ভিডিও বানাতে পারে, সেই নিয়ে প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে রেষারেষি তুঙ্গে। Ghibli ট্রেন্ডের মাধ্যমে OpenAI গত বছর যে ট্রেন্ড শুরু করেছিল, তার পুরোটাই এখন Google-এর দখলে। মার্কিন টেক জায়ান্টটির লেটেস্ট Nano Banano Pro এমন সমস্ত বাস্তবধর্মী ছবি বানিয়ে দিচ্ছে, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে OpenAI তাদের AI ইমেজ জেনারেশন মডেলের আপগ্রেড ভার্সন লঞ্চ করল। নয়া মডেলটির নাম GPT Image 1.5। এটি আগের সংস্করণের তুলনায় প্রম্পট বা নির্দেশ আরও নির্ভুলভাবে অনুসরণ করতে সক্ষম এবং ন্যানো ব্যানানার মতোই বাস্তবসদৃশ ছবি বানাতে পারবে। বিশ্বজুড়ে সমস্ত ChatGPT ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যেই নতুন মডেল রোলআউট হয়েছে।
চ্যাটজিপিটির মাধ্যমে বানানো AI ছবিতে আগে যেমন হলদেটে ভাব থাকতো, তা নতুন মডেলে সম্পূর্ণ উধাও। নতুন মডেলে কৃত্রিমতার ছাপ কমিয়ে বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষমতা যুক্ত হয়েছে। চ্যাটজিপিটি ইমেজেস-এর সাহায্যে একেবারে নতুন ছবি বানানোর পাশাপাশি, যে কোনও আগে থাকা ছবি নিখুঁতভাবে এডিট করার সুবিধা মিলবে।
ওপেনএআই দাবি করছে, নতুন মডেল পূর্বসূরীর চেয়ে প্রায় চার গুণ দ্রুত গতিতে ছবি তৈরি করতে সক্ষম৷ তবে শুধু গতি নয়, এডিটের সময় আলো, কম্পোজিশন, মানুষের চেহারা ও মুখাবয়ব এক রেখে ছবি বানাতে পারবে। এডিটের জন্য আপলোড করা ছবিতে যে টুকু পরিবর্তন করার জন্য প্রম্পট দেওয়া হবে, জিপিটি 1.5 মডেলের মাধ্যমে চ্যাটজিপিটি ইমেজেস ঠিক সেটুকুই পরিবর্তন করবে। অর্থাৎ, প্রম্পট অনুসরণ করার ক্ষমতা বেড়েছে।
নিজের সাধারণ টিশার্ট ও হাফ প্যান্ট করা ছবিকেও সুট বুট পরা কর্পোরেট লুকে বদলে দেওয়া যাবে। পাশাপাশি হেয়ার স্টাইলেও পাল্টে ফেলা যাবে। সবথেকে বড় কথা হল, ফটো এডিটিং বিশ্বাসযোগ্য বলে মনে হবে। পিছনে আসলে যে কৃত্রিম মেধার কারসাজি, তা ধরা অসম্ভব। এছাড়াও, চ্যাটজিপিটির নতুন মডেল জটিল এডিটিং ফিচার সমর্থন করে। এটি ছবিতে নতুন বস্তু যোগ করা, মুছে ফেলা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর — সবকিছু পরিষ্কার ও নিখুঁত হাতে সম্পাদনা করবে। ছবির মান বা কোয়ালিটি নষ্ট হবে না।
ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সাইডবারে নিউ চ্যাটের নিচে ইমেজের জন্য একটি আলাদা অপশন পাবেন। সেখানে একাধিক প্রিসেট স্টাইল ও ফিল্টার আছে বলিউড পোস্টার, ফেস্টিভ্যাল, নবরাত্রি, স্কেচ, হলিডে পোট্রেট, 3D গ্ল্যাম ডল, ডুডল, ফিশআই-সহ একঝাঁক ফিল্টার মিলবে। আবার সোজা চ্যাটেও প্লাস আইকনে ক্লিক করে ছবি এডিট বা ক্রিয়েট ইমেজে গিয়ে নতুন ছবি বানানো যাবে।
পেশাদাররা প্রোডাক্ট ফটোও বানাতে পারবে। নিজের ঘরের ছবি আপলোড করেও দেখতে পারবেন, কোন জিনিস কোথায় রাখলে শোভা বাড়বে। OpenAI আরও জানিয়েছে যে নতুন মডেলটি ছবিতে টেক্সট যোগ করা, লেআউট অ্যাডজাস্টমেন্ট, এবং মূল ছবির ভাব বজায় রেখে নতুনভাবে কল্পনার ক্ষেত্রেও দক্ষ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.