গতকাল মেসেজিং অ্যাপ লঞ্চ করেছিল বাবা রামদেবের পতাঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড। জনপ্রিয় মেসেজিং সার্ভিস WhatsApp কে টক্কর দিতেই তার “স্বদেশি” ভার্সান Kimbho বাজারে আনা হয়েছে। বুধবারই অ্যাপস্টোর ও প্লে স্টোরে চলে আসে এই ‘স্বদেশি’ মেসেজিং অ্যাপ। আর এরপরেই টুইটারে এক ফ্রেঞ্চ সিকিউরিটি রিসার্চার বলেন “সিকিউরিড়ি নাইটমেয়ার” নতুন এই মেসেজিং অ্যাপ। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই অ্যাপ। যদিও অ্যাপ স্টোরে এখনো পাওয়া যাচ্ছে নতুন Kimbho মেসেজিং অ্যাপ। যদিও বাবা রামদেব এই অ্যাপ এর ব্যাপারে এখনো কিছু বলেন নি। তবে তার টুইটার হ্যান্ডেল থেকে রি টুইট করা হয়েছে Kimbho লঞ্চের টুইটটি।
এই সিকিউরিটি গবেষক একটি ছবি পোস্ট করে জানিয়েছেন JOSN সিনট্যাক্সে ইউজারের সব ডাটা দেখে দেয় Kimbho অ্যাপ। আর খুব সহজেই পড়ে ফেলা যায় এই সিনট্যাক্স। এই মেসেজিং অ্যাপ কে ‘হাস্যকর’ ‘দুঃস্বপ্নের সুরক্ষা’ বলে মন্তব্য করেছেন এই সিকিউরিটি গবেষক। তিনি বলেছে সব গ্রাহকএর সব মেসেজ পড়তে সক্ষম হয়েছেন তিনি। একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন কিভাবে খুব সহজেই ভেঙ্গে ফেলা যায় Kimbho মেসেজিং অ্যাপ এর সিকিউরিটি।
অন্য এক টুইটার ইউজার দাবি করেছে বোলো নামক একটি অ্যাপ কে ধরে টুকে দিয়েছে বাবা রামদেবের কোম্পানি। এছাড়াও অ্যাপ এর মধ্যে অনেক জায়গাতেই এই বোলো কথাটি বদলাতে ভুলে গিয়েছেন কোম্পানির কর্মীরা। এছাড়াও প্লে স্টোরে বোলো অ্যাপ এর ডেসক্রিপশানটিও ধরে টুকে দেওয়া হয়েছে। শুধুমাত্র নামের যায়গায় বদলে Kimbho করে দিয়েছে পতাঞ্জলি। প্লে স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়া হলেও অ্যাপস্টোরে এখনো দেখা যাচ্ছে এই অ্যাপ। এমনকি সোশাল নেটওয়ার্ক বিভাগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জারের পরেই 4 নম্বর স্থানে দেখা যাচ্ছে এই অ্যাপ।
প্রসঙ্গত গতকাল টুইটারে প্রথম জানানো হয় এই অ্যাপ এর কথা। সেখানেই WhatsApp কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে একটি পোস্ট করেন কোম্পানির এক মুখপাত্র।
অনেকেই আখুশি এই অ্যাপ ডাউনলোডের পরে। গ্রাহকরা জানিয়েছেন শুধুই সার্ভার এরর দেখাছহে এই অ্যাপ। এছাড়াও মেসেজ না ছবি পাঠানো সম্ভব হচ্ছে না এই অ্যাপ দিয়ে। কোনভাবেই ভয়েস কলও করা যাচ্ছে না Kimbho দিয়ে। এছাড়াও সাইন আউটেড় কোন আপশান নেই এই অ্যাপ এর ভিতরে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন