Google Pixel 10 লঞ্চ ইভেন্ট আপনি নিজের ফোন বা স্মার্ট টিভিতে দেখতে পারবেন। এটি গুগলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম হবে।
Photo Credit: Google
আজকের Made by Google Event এর মুখ্য আকর্ষণ Google Pixel 10 সিরিজ
সফটওয়্যার থেকে হার্ডওয়্যার — প্রযুক্তি দুনিয়ার প্রতিটি ক্ষেত্রেই ডালপালা বিস্তার করছে Google। সার্চ ইঞ্জিনের হাত ধরে সফর শুরু করে এখন মোবাইল ফোন, স্মার্টঘড়ি, ইয়ারবাডস সহ বিভিন্ন IoT ডিভাইজের বাজারে নাম লিখিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। আর আজ কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা Google Pixel 10 সিরিজ নামেই ইন্টারনেটে বেশি আলোচিত। এছাড়াও, Pixel Watch 4 ও Pixel Buds 2a আজকের ইভেন্টে প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। সেপ্টেম্বরে iPhone 17 সিরিজ রিলিজের আগেই Pixel 10 সিরিজের লঞ্চ গুগলের একটি বিশেষ কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
আজ নিউ ইয়র্কের ব্রুকলিনে মেড বাই গুগল ইভেন্টটি ভারতীয় সময় রাত 10:30 টায় শুরু হবে। কোম্পানির আগের লঞ্চ ইভেন্টগুলির মতো, Pixel 10 লঞ্চ ইভেন্টটি আপনি নিজের ফোন বা স্মার্ট টিভিতে দেখতে পারবেন। এটি গুগলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম হবে। Gadgets 360 বাংলার পাঠকরা নীচে এমবেড করা লিঙ্কেও লঞ্চ ইভেন্ট দেখতে পারেন।
আজকের ইভেন্টের মুখ্য আকর্ষণ Google Pixel 10 সিরিজ। এই লাইনআপে Pixel 10 (স্ট্যান্ডার্ড মডেল), Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold লঞ্চ হবে। প্রতিটি মডেলে গুগলের পঞ্চম প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর, Tensor G5 (3 ন্যানোমিটার), 16 জিবি র্যাম + 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, এবং ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Pixel 10 ভারতে 79,990 টাকায় লঞ্চ হতে পারে।
গুগল পিক্সেল ওয়াচ 4 আসতে পারে 41 মিমি ও 45 মিমি ডায়াল অপশনে ৷ উভয়ই ব্লুটুথ ও LTE ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, আসন্ন স্মার্টওয়াচটি Snapdragn W5 Gen 1 প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যা পূর্ববর্তী দুই মডেলেও ব্যবহার হয়েছে। স্মার্টওয়াচটির দাম 349 ডলার (প্রায় 30,500 টাকা) থেকে শুরু হতে পারে। এটি কালো, সোনালী, মুনস্টোন এবং সিলভার কেস কালারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
মেড বাই গুগল ইভেন্টে পিক্সেল বাডস 2A আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। যদিও এই TWS ইয়ারবাড সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ হয়নি, তবে বিদ্যমান মডেলের তুলনায় উন্নত ব্যাটারি লাইফ এবং অডিও অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা যায়। নতুন ইয়ারবাডসটির দাম হতে পারে 149 ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন