Xiaomi 15T সিরিজেরর ব্যাটারি ও ক্যামেরা বিভাগে আপগ্রেড থাকবে বলে জানা গিয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 14T সিরিজের (ছবিতে) মতো Xiaomi 15T লাইনআপে তিনটি রিয়ার ক্যামেরা মিলবে
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন চমক হিসেবে এন্ট্রি হতে পারে Xiaomi 15T সিরিজের। বর্তমানে ফ্ল্যাগশিপ Xiaomi 16 লাইনআপের আগমন নিয়ে চর্চা চলছে। Xiaomi 16 Ultra মডেলটি মোবাইল ইমেজিংয়ের একটি নতুন উচ্চতা উন্মোচন করবে বলে দাবি করছে কোম্পানি। এই প্রেক্ষাপটে Xiaomi 15T ও Xiaomi 15T এর দাম অনলাইনে ফাঁস হয়েছে। একইসাথে আপকামিং ফোন দু'টির ক্যামেরা স্পেসিফিকেশন, কালার অপশন, ও ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এসেছে। বেস Xiaomi 15T একটাই স্টোরেজ অপশনে আসতে পারে, যেখানে Pro ভেরিয়েন্ট দু'টি মেমরি কনফিগারেশনে লঞ্চ করবে বলে জানা গিয়েছে।
টিপস্টার সুধাংশু আম্ভোরকে উদ্ধৃত করে, XpertPick তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, Xiaomi 15T ইউরোপে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হতে পারে। এর দাম 649 (প্রায় 65,900 টাকা) হবে। অন্যদিকে, Xiaomi 15T Pro দুটি ভেরিয়েন্টে আসবে — 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ। এদের দাম হতে পারে যথাক্রমে 799 ইউরো (প্রায় 81,100 টাকা) এবং 899 ইউরো (প্রায় 91,300 টাকা)।
Xiaomi 15T এবং Xiaomi 15T Pro উভয়ই কালো, ধূসর (গ্রে) এবং সোনালী রঙের বিকল্পে পাওয়া যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, কর কাঠামোর পার্থক্যের কারণে ভারতীয় বাজারে ডিভাইসগুলির দাম কম হতে পারে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে গ্লোবালি লঞ্চ হওয়া Xiaomi 14T সিরিজ এখনও ভারতে আসেনি।
নোকিয়ামবের রিপোর্ট অনুযায়ী, Xiaomi 15T ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এর মধ্যে থাকবে 50 মেগাপিক্সেল ওমনিভিশন OVX8000 মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung JN5 টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেল OV13B আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। হ্যান্ডসেটটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি মিলতে পারে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, প্রিমিয়াম Xiaomi 15T Pro মডেলটিতেও একই রকম ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এটির প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল OmniVision OVX9100 সেন্সর থাকতে পারে। সেলফি তোলার জন্য, Samsung S5KKDS ক্যামেরা পাওয়া যেতে পারে। ডিভাইসটিকে শক্তি সরবরাহ করবে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি।
প্রসঙ্গত, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro-তে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। এটি Xiaomi 15 সিরিজের 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড। এছাড়া, আসন্ন ফোন দু'টিতে সম্ভবত 50 মেগাপিক্সেল 1/1.3-ইঞ্চি প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। Pro ভেরিয়েন্টে অতিরিক্ত আল্ট্রা হাই ডাইনামিক রেঞ্জ এবং একটি ToF সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন