যাত্রীকে খুন করে গ্রেপ্তার হলেন Uber চালক

যাত্রীকে খুন করে গ্রেপ্তার হলেন Uber চালক

আমেরিকার ডেনভার শহরে এই ঘটনা ঘটেছে। চালকের নাম মাইকেল হ্যানকক, বয়স 29 বছর।

বিজ্ঞাপন

নিজের গাড়ির যাত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল এক Uber ড্রাইভারের বিরুদ্ধে। আমেরিকার ডেনভার শহরে এই ঘটনা ঘটেছে। ডেনভার পুলিশ এই চালকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে। মৃত ব্যাক্তির নাম হিউন কিম, বয়স 45। ডেনভারের স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। ভোর 3টেয় এই ঘটাওনা ঘটার সাথেসাথেই এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে “এক উবের ড্রাইভার ... বলেন যাত্রী তাকে আক্রমন করার চেষ্টা করার সাথে সাথেই তিনি তাকে গুলি করেন।”

পুলিশ আহত যাত্রীকে বাঁচানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। রক্তাক্ত অবস্থা এই যাত্রীর দেহ সেডান গাড়ির ফ্রন্ট সিটে হাইওয়ে র‍্যাম্পে পড়ে ছিল। গাড়ির চালককে গ্রাপ্তার করেছে পুলিশ। চালকের নাম মাইকেল হ্যানকক, বয়স 29 বছর। তার কোমরে একটি সেমি অটমেটিক রভালভার পাওয়া গিয়েছে।

প্রথমে শ্বাসকষ্ট শুরু হলে হ্যানকককে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে জানানো হয়েছে যাত্রীর সিটের পাশে একাধিক বুলেটের চিহ্ন দেখা গিয়েছে। এছারাও সেখান থেকে উদ্ধার হয়েছে দশটি কার্তুজ।

গত ডিসেম্বরে লেবাননে এক উবের ড্রাইভারকে গ্রাপ্তার করেছিল পুলিশ। ব্রিটিশ দূতাবাসের কর্মী রেবেকা ডাইকস কে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে গ্রাপ্তার করা হয়েছিল।
দুই বছর আগে আমেরিকার মিচিগানে এক উবের ড্রাইভারের বিরুদ্ধেও খুনের অভিযোগ উঠেছিল। জেসন ড্যাল্টন নামের 45 বছর বয়সী ঐ ড্রাইভার জানিয়েছিলেন উবের স্মার্টফোন অ্যাপ তাকে কোথায় গিয়ে খুন করতে হবে সেই কথা জানিয়েছিল। তবে উবের জানিয়েছিল তাদের সিস্টেম সম্পূর্ণ সেফ। এর সাথেই এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল উবের।






 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apps, Uber, US
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »