ভারতে বিক্রিত সমস্ত নতুন মোবাইল ফোনে সরকারি সঞ্চার সাথী (Sanchar Saathi) অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল থাকতে হবে।
Photo Credit: DoT
Sanchar Saathi app becomes compulsory on new smartphones
ভারতে বিক্রিত সমস্ত নতুন মোবাইল ফোনে রাখতে হবে সরকারি সঞ্চার সাথী (Sanchar Saathi) অ্যাপ। ব্যবহারকারী চাইলেও তা ডিলিট বা ফোন থেকে মুছে ফেলতে পারবে না। টেলিকম মন্ত্রক এ দেশে ব্যবসাকারী সমস্ত স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাকে মৌখিকভাবে এমনই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, আরাত্তাই-এর মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ফোনে চালু সিমের উপস্থিতি বাধ্যতামূলক করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। এই জোড়া নিয়মে দেশজুড়ে সাইবার অপরাধ ও বিভিন্ন অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমশ কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সাইবার ক্রাইম এবং হ্যাকিংয়ের বাড়বাড়ন্তের কারণে কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ দফতর বা DoT (ডট) সমস্ত স্মার্টফোন নির্মাতাদের নির্দেশ দিয়েছে, যাতে প্রতিটি নতুন স্মার্টফোনে সরকারের তৈরি সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চার সাথী বাধ্যতামূলকভাবে আগে থেকে ইনস্টল থাকে। সরকার সাফ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন ওই অ্যাপ কোনওভাবেই ডিভাইস থেকে ডিলিট বা আনইনস্টল করতে না পারে।
আরও জানা গিয়েছে, নতুন মডেল ছাড়াও যে সব ফোন ইতিমধ্যেই উৎপাদিত বা বিক্রি হয়েছে, সেগুলোতে সফটওয়্যার আপডেটের (OTA) মাধ্যমে সঞ্চার সাথী অ্যাপ যুক্ত করতে হবে। সরকারের যুক্তি, ক্রমবর্দ্ধমান সাইবার অপরাধ, ফোন চুরি, হ্যাকিং, অনলাইন প্রতারণা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সহজেই চুরি হওয়া ফোন ট্র্যাক, নম্বর ব্লক, এবং সন্দেহভাজন কল বা মেসেজ রিপোর্ট করার সুবিধা মেলে।
প্রতিবেদন অনুসারে, সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও নভেম্বর 28 এই বিষয়ে Apple, Samsung, Vivo, OnePlus-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডদের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ডিভাইসে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টল করার জন্য 90 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ 2024 সালে কাউন্টারপয়েন্ট রিসার্সের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংস্থা প্রায় 690 মিলিয়ন (69 কোটি)। ফলে এত বিপুল সংখ্যক ডিভাইসে সরকারি অ্যাপটি যুক্ত করা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ।
উল্লেখ্য, সঞ্চার সাথী পোর্টাল 2023 সালের মে মাসে চালু হয়েছিল। এর অ্যাপ 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হয়। এটি Android-এর জন্য প্লে স্টোর এবং iPhone ও iPad-এর জন্য অ্যাপ স্টোরে উপলব্ধ। কেন্দ্র দাবি করছে, এই অ্যাপ ব্যবহার করে এখনও পর্যন্ত 7 লক্ষ চুরি যাওয়া ফোন খুঁজে বার করা হয়েছে। এমনকি, যার মধ্যে 50,000 হাজার মোবাইল ফোন শুধুমাত্র অক্টোবর মাসেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের হারিয়ে ফেলা মোবাইল ব্লক করতে পারবে। আবার নিজের নামে কতগুলো সিমকার্ড চলছে তাও জানা যাবে। এছাড়াও, আপনি যে ফোন ব্যবহার করছেন তা আসল নাকি জালি, সেটা ফোন নম্বর ও IMEI নম্বর দিলে বলে দেবে অ্যাপটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Ultra Wallpaper Leak Hints at Possible Colour Options