নতুন আধার অ্যাপ গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোরে (iOS) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
New Aadhaar app allows users to directly update their mobile number and address
ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIADI) বুধবার নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। এটি নভেম্বরে প্রথম চালু হওয়া একই অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে এসেছে। এটি নাগরিকদের মোবাইল ফোনে আধার ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত রাখবে। নতুন অ্যাপ আসায় আধার কার্ড আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। হোটেল বা রিসর্টে পুরো আধার তথ্য দেওয়ারও প্রয়োজন হবে না। অ্যাপের মধ্যে থাকা QR কোড স্ক্যানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে কর্তৃপক্ষ। এছাড়াও, বাড়ি বসে ফোন থেকেই মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে।
আধার কার্ড আপডেটের সুবিধা সরাসরি অ্যাপে চলে এসেছে ফলে এখন লম্বা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে নতুন ফোন নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে।
এখন সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে কিংবা বেড়াতে গেলে হোটেল-রিসর্টে আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেখান থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু নতুন আধার অ্যাপের মাধ্যমে ছবি, নাম, জন্মের তারিখ আড়াল রেখে আধার শেয়ার করার সুবিধা মিলবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
অ্যাপের মধ্যে থাকা QR কোড স্ক্যান করলেই পরিচয় সংক্রান্ত তথ্য পেয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন আধার অ্যাপের মাধ্যমে নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেটাও দেখতে পারবেন। এছাড়াও, অ্যাপে একটি অ্যাকাউন্টে পরিবারের পাঁচজন সদস্যের আধার কার্ড স্টোর করে রাখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন