Photo Credit: Pexels/ Bence Szemerey
ডলবি সিনেমা প্রাথমিকভাবে এই বছর ভারতের ছয়টি প্রেক্ষাগৃহে আসবে
ডলবি ল্যাবরেটরি ভারতে ডলবি সিনেমা লঞ্চের ঘোষণা করেছে, যেটি আগামী মাসে দেশের মধ্যে কিছু প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে। এই প্রযুক্তি সংস্থাটি দর্শকদের ডলবি ভিশনের মাধ্যমে উন্নতমানের ভিজ্যুয়াল ফিডালিটি এবং ডলবি অ্যাটমোসের সাথে আরো গভীর এবং আকর্ষণীয় অডিও প্রদান করতে চলেছে। উন্নতমানের ছবি এবং শব্দের জন্য প্রিমিয়াম মূল্যে, এই প্রযুক্তিগুলি গ্রাহকদের থিয়েটারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলবে। চলতি বছরের শুরুতে এই সংস্থাটি প্রথম হায়দ্রাবাদে তাদের সিনেমার জন্য ডলবি সার্টিফিকেট যুক্ত পোস্ট-প্রোডাকশন সুবিধা শুরু করেছে।ভারতে ডলবি সিনেমা আনার জন্য ছয়টি প্রদর্শকদের সাথে ডলবির অংশীদারিত্ব:কোম্পানিটি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে, তারা আসন্ন মাসে দেশে ডলবি সিনেমা লঞ্চ করার জন্য ছয়টি প্রদর্শকদের সাথে পার্টনারশিপ করেছে। যেগুলি হলো City Pride (পুনে), Allu Cineplex (হায়দ্রাবাদ), LA Cinema ( তির্চি), AMB Cinemas (ব্যাঙ্গালুরু), EVM Cinemas( কোচি) এবং G Cineplex (উলিক্কাল)।
সিনেমার দর্শকরা এই উন্নতমানের প্রেক্ষাগৃহগুলিতে ডলবি ল্যাবরেটরির দুটি মূল বৈশিষ্ট্যর সুবিধা পাবে, যেগুলি হলো ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস। ডলবি ভিশন বিস্তৃত রঙের পরিসর সহ সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেলের সাথে কনট্রাস্ট দেয়। অন্যদিকে ডলবি অ্যাটমোস দেখার জায়গার মধ্যে ডায়নামিক অডিও যুক্ত করে, অডিওর গুণমান উন্নত করে আরো ভালো অভিজ্ঞতা দেয়।
কোম্পানি জানিয়েছে যে, ডলবি সিনেমার, সিনেমা নির্মাণের সাথে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা দর্শকদের প্রদান করার ক্ষমতা আছে এবং দাবি করেছে যে, ডলবি সিনেমা ডিজাইনের সাথে প্রতিটি সিট সেই প্রেক্ষাগৃহের সেরা সিট হবে।
Michael Archer ওয়ার্ল্ডওয়াইড সিনেমা সেলস-এর VP এবং ডলবি ল্যাবরেটরির পার্টনার ম্যানেজমেন্ট বলেছেন যে, ‘দেশে বিনোদনের জন্য ভারতে ডলবি সিনেমার লঞ্চ হওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত'। 2014 সালে প্রথম ডলবি সিনেমা প্রেক্ষাগৃহ খোলা হয়েছিল এবং কোম্পানি সেই থেকে ভারত সহ 14 টি দেশে 35টি প্রদর্শকদের সাথে যুক্ত হয়েছে।
জানুয়ারি মাসে প্রথম “Annapurna Studios”-এর সাথে অংশীদারিত্ব করে সিনেমার জন্য ডলবি সার্টিফিকেট যুক্ত পোস্ট প্রোডাকশনের সুবিধা লঞ্চ করেছিল। এছাড়াও ডলবি ল্যাবরেটরি জানিয়েছে, সমগ্র দেশে মোট 24 টি ডলবি অ্যাটমোস প্রেক্ষাগৃহে সংমিশ্রিত সুবিধাগুলি আছে, যা ডলবি সিনেমা ফরম্যাটে বিষয়বস্তু তৈরি করাকে সমর্থন করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন