ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’

দর্শকরা নির্দিষ্ট প্রেক্ষাগৃহে ডলবি ভিশনের পাশাপশি ডলবি অ্যাটমসের সুবিধাও উপভোগ করতে পারবেন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’

Photo Credit: Pexels/ Bence Szemerey

ডলবি সিনেমা প্রাথমিকভাবে এই বছর ভারতের ছয়টি প্রেক্ষাগৃহে আসবে

হাইলাইট
  • ডলবি ল্যাবরেটরি ভারতে ডলবি সিনেমা আনতে চলেছে
  • এখনও পর্যন্ত সংস্থাটি দেশে ছয়টি প্রদর্শকদের সাথে পার্টনারশিপ করেছে
  • ডলবি সিনেমা উন্নতমানের অডিও এবং সিনেমা দেখার অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছ
বিজ্ঞাপন

ডলবি ল্যাবরেটরি ভারতে ডলবি সিনেমা লঞ্চের ঘোষণা করেছে, যেটি আগামী মাসে দেশের মধ্যে কিছু প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে। এই প্রযুক্তি সংস্থাটি দর্শকদের ডলবি ভিশনের মাধ্যমে উন্নতমানের ভিজ্যুয়াল ফিডালিটি এবং ডলবি অ্যাটমোসের সাথে আরো গভীর এবং আকর্ষণীয় অডিও প্রদান করতে চলেছে। উন্নতমানের ছবি এবং শব্দের জন্য প্রিমিয়াম মূল্যে, এই প্রযুক্তিগুলি গ্রাহকদের থিয়েটারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলবে। চলতি বছরের শুরুতে এই সংস্থাটি প্রথম হায়দ্রাবাদে তাদের সিনেমার জন্য ডলবি সার্টিফিকেট যুক্ত পোস্ট-প্রোডাকশন সুবিধা শুরু করেছে।ভারতে ডলবি সিনেমা আনার জন্য ছয়টি প্রদর্শকদের সাথে ডলবির অংশীদারিত্ব:কোম্পানিটি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে, তারা আসন্ন মাসে দেশে ডলবি সিনেমা লঞ্চ করার জন্য ছয়টি প্রদর্শকদের সাথে পার্টনারশিপ করেছে। যেগুলি হলো City Pride (পুনে), Allu Cineplex (হায়দ্রাবাদ), LA Cinema ( তির্চি), AMB Cinemas (ব্যাঙ্গালুরু), EVM Cinemas( কোচি) এবং G Cineplex (উলিক্কাল)।

সিনেমার দর্শকরা এই উন্নতমানের প্রেক্ষাগৃহগুলিতে ডলবি ল্যাবরেটরির দুটি মূল বৈশিষ্ট্যর সুবিধা পাবে, যেগুলি হলো ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস। ডলবি ভিশন বিস্তৃত রঙের পরিসর সহ সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেলের সাথে কনট্রাস্ট দেয়। অন্যদিকে ডলবি অ্যাটমোস দেখার জায়গার মধ্যে ডায়নামিক অডিও যুক্ত করে, অডিওর গুণমান উন্নত করে আরো ভালো অভিজ্ঞতা দেয়।

কোম্পানি জানিয়েছে যে, ডলবি সিনেমার, সিনেমা নির্মাণের সাথে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা দর্শকদের প্রদান করার ক্ষমতা আছে এবং দাবি করেছে যে, ডলবি সিনেমা ডিজাইনের সাথে প্রতিটি সিট সেই প্রেক্ষাগৃহের সেরা সিট হবে।

Michael Archer ওয়ার্ল্ডওয়াইড সিনেমা সেলস-এর VP এবং ডলবি ল্যাবরেটরির পার্টনার ম্যানেজমেন্ট বলেছেন যে, ‘দেশে বিনোদনের জন্য ভারতে ডলবি সিনেমার লঞ্চ হওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত'। 2014 সালে প্রথম ডলবি সিনেমা প্রেক্ষাগৃহ খোলা হয়েছিল এবং কোম্পানি সেই থেকে ভারত সহ 14 টি দেশে 35টি প্রদর্শকদের সাথে যুক্ত হয়েছে।

জানুয়ারি মাসে প্রথম “Annapurna Studios”-এর সাথে অংশীদারিত্ব করে সিনেমার জন্য ডলবি সার্টিফিকেট যুক্ত পোস্ট প্রোডাকশনের সুবিধা লঞ্চ করেছিল। এছাড়াও ডলবি ল্যাবরেটরি জানিয়েছে, সমগ্র দেশে মোট 24 টি ডলবি অ্যাটমোস প্রেক্ষাগৃহে সংমিশ্রিত সুবিধাগুলি আছে, যা ডলবি সিনেমা ফরম্যাটে বিষয়বস্তু তৈরি করাকে সমর্থন করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই Oppo Find X9 স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল
  2. সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
  3. Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition ভারতে আসছে, থাকবে ড্রাগনের ডিজাইন
  4. বিজ্ঞাপন ছাড়াই দেখুন YouTube, রাস্তার বিরিয়ানির দামের থেকেও সস্তা প্ল্যান আনল Google
  5. 4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং
  6. ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরে বড় চমক, Poco F8 Ultra ঝড় তুলবে Android ফোনের বাজারে
  7. পিছনে 200MP ও সামনে 50MP ক্যামেরার সঙ্গে মধ্যবিত্তের বাজেটে আসছে Vivo V60e, দাম ফাঁস
  8. BSNL পঞ্চমীতে দেশজুড়ে 4G পরিষেবা চালু করল, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কল
  9. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে
  10. চীনে লঞ্চের আগেই ভারতে প্রদর্শিত হল OnePlus 15, পারফরম্যান্সে বাজিমাত
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »